Saturday, May 31, 2014

মানাসে জরুরী অবস্থা!

মানাসে জরুরী অবস্থা!
স্পোর্টস রিপোর্টার ॥ উত্তর ব্রাজিলের আমাজোনাস রাজ্যের অন্যতম শহর মানাস। এখানে এবার আসন্ন বিশ্বকাপ ফুটবলের চারটি ম্যাচ আয়োজিত হবে। শহরটি আমাজন নদীর তীরে অবস্থিত। পানিপ্রবাহের পরিমাণের দিক থেকে বিশ্বের সর্ববৃহৎ নদী এই আমাজন। আর বিশ্বকাপ শুরুর মাত্র ১৩ দিন আগে আমাজনের অজস্র জলরাশির ঢল থেকে শুরু হয়েছে তীব্র বন্যা। মানাস শহরের অনেক অংশই গেছে তলিয়ে। তবে এটিকে নগর কর্মকর্তারা বন্যা হিসেবে অবহিত করছেন না। যদিও শহর পানিবন্দী হয়ে পড়ার কারণে ১৮০ দিনের জরুরী অবস্থা জারি করা হয়েছে। কিন্তু বিশ্বকাপ আয়োজকদের দাবিÑ এটি স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হওয়ার ক্ষেত্রে তেমন বাধার সৃষ্টি করবে না। বোঝার ওপর শাকের আঁটি বুঝি একেই বলে। বিশ্বকাপ আয়োজন করতে গিয়ে নানাবিধ সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে ব্রাজিল। এর মধ্যে আবার আমাজন নদীর তীব্র জলরাশির স্রোত ঢুকে পড়েছে। উত্তর ব্রাজিলের আমাজন তীরবর্তী শহর মানাস। এ শহরটিকে আমাজন নদীর বড় দুটি শাখা নেগ্রো ও সোলিমোস আষ্টেপৃষ্ঠে ঘিরে রেখেছে। এ দুই নদীর কূলই এখন উপচে লোকালয়ে প্রবেশ করেছে অথৈ জলরাশি। বিশেষ করে নেগ্রোর অবস্থা বেশি ভয়াবহ। মানাস সিটি হলের মুখপাত্র জাসিরা অলিভেইরা বলেছেন, ‘১৮০ দিনের জরুরী অবস্থা ঘোষণা করা হলো। জলরাশির পরিস্থিতি বেশ খারাপ। মঙ্গলবার থেকে এই জরুরী অবস্থা কার্যকর হবে।
http://www.allbanglanewspapers.com/janakantha.html

No comments:

Post a Comment