রবীন্দ্রনাথের গান গাওয়ার অপরাধে গ্রেফতারি পরোয়ানা
সংস্কৃতি ডেস্ক ॥ নিজস্ব ঢং ও সুরে রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাওয়ার অপরাধে গ্রেফতারি পরোয়ানা জারি হলো ভারতের বাগুইআটির কুমারজিৎ সরকারের বিরুদ্ধে। সম্প্রতি ব্যাঙ্কশাল আদালত এই গ্রেফতারি পরোয়ানা জারি করে। এর ফলে কুমারজিৎ স্বেচ্ছায় আদালতে আত্মসর্মপণ না করলে, তাঁকে গ্রেফতার করা হতে পারে।
ঘটনার সূত্রপাত ২০০১ সালে। ভারতের বাগুইআটির কুমারজিৎ সরকার নিজস্ব ঢঙে রবীন্দ্রনাথের লেখা গান গাওয়া শুরু“ করেন। এ সময় তিনি নিজস্ব সুরে পাঁচটি এ্যালবামও প্রকাশ করেন। এর মধ্যে ‘আমি চিনিগো চিনি তোমারে’ এই গানটাকে একেবারে বদলে দিয়েছিলেন তিনি। এর ফলে কুমারজিৎকে গ্রেফতারের দাবি তোলেন পশ্চিমবঙ্গের রবীন্দ্রপ্রেমী ও বিশিষ্টজনরা। এ সময় ‘ও শিঞ্জিনী’ এ্যালবামের জন্য কুমারজিতের বিরুদ্ধে কপিরাইট আইন ভাঙ্গার অভিযোগে মামলা করে বিশ্বভারতী কর্তৃপক্ষ। সেই মামলাতেই প্রায় ১৩ বছর পর গ্রেফতার হতে যাচ্ছেন কুমারজিৎ। মামলার আরজিতে বলা হয়েছিল- কুমারজিৎ ও তাঁর এ্যালবামের ডিস্ট্রিবিউটর প্রতারণা, ষড়যন্ত্র ও কপিরাইট আইন ভঙ্গ করেছেন। একই বছর মামলার চার্জশীট গঠন করা হয়। কিন্তু তখন আদালত থেকে আগাম জামিন লাভ করেন কুমারজিৎ। এ বিষয়ে কুমারজিৎ সরকারের দাবি, আসলে একালে এমনটাই হওয়া উচিত। তাই নিজের দেয়া সুরেই রবীন্দ্রনাথের গান গেয়েছেন তিনি। নিজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও মোটেও অনুতপ্ত নন কুমারজিৎ। আগামীতেও রবীন্দ্রনাথের গান নিয়ে ভাঙ্গাগড়ার খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন তিনি।
ঘটনার সূত্রপাত ২০০১ সালে। ভারতের বাগুইআটির কুমারজিৎ সরকার নিজস্ব ঢঙে রবীন্দ্রনাথের লেখা গান গাওয়া শুরু“ করেন। এ সময় তিনি নিজস্ব সুরে পাঁচটি এ্যালবামও প্রকাশ করেন। এর মধ্যে ‘আমি চিনিগো চিনি তোমারে’ এই গানটাকে একেবারে বদলে দিয়েছিলেন তিনি। এর ফলে কুমারজিৎকে গ্রেফতারের দাবি তোলেন পশ্চিমবঙ্গের রবীন্দ্রপ্রেমী ও বিশিষ্টজনরা। এ সময় ‘ও শিঞ্জিনী’ এ্যালবামের জন্য কুমারজিতের বিরুদ্ধে কপিরাইট আইন ভাঙ্গার অভিযোগে মামলা করে বিশ্বভারতী কর্তৃপক্ষ। সেই মামলাতেই প্রায় ১৩ বছর পর গ্রেফতার হতে যাচ্ছেন কুমারজিৎ। মামলার আরজিতে বলা হয়েছিল- কুমারজিৎ ও তাঁর এ্যালবামের ডিস্ট্রিবিউটর প্রতারণা, ষড়যন্ত্র ও কপিরাইট আইন ভঙ্গ করেছেন। একই বছর মামলার চার্জশীট গঠন করা হয়। কিন্তু তখন আদালত থেকে আগাম জামিন লাভ করেন কুমারজিৎ। এ বিষয়ে কুমারজিৎ সরকারের দাবি, আসলে একালে এমনটাই হওয়া উচিত। তাই নিজের দেয়া সুরেই রবীন্দ্রনাথের গান গেয়েছেন তিনি। নিজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও মোটেও অনুতপ্ত নন কুমারজিৎ। আগামীতেও রবীন্দ্রনাথের গান নিয়ে ভাঙ্গাগড়ার খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন তিনি।
No comments:
Post a Comment