Friday, May 30, 2014

মুম্বইয়ের পাবে যৌন হেনস্থা, গুলিতে আহত ম্যানেজার

মুম্বইয়ের পাবে যৌন হেনস্থা, গুলিতে আহত ম্যানেজার

firing
এই সময় ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ের অন্ধেরি (পশ্চিম) অঞ্চলের এস্কেপ পাব-এ যৌন হেনস্থা শিকার হলেন এক মহিলা। এই ঘটনার প্রতিবাদ করতে গিয়ে গুলিতে আহত হলেন সেখানকার ম্যানেজার।

অভিযুক্তের নাম বিক্রম কুমার কারোডি (৫০)। তিনি ভারসোভার বাসিন্দা। পাব-এ তিনি ক্রমাগত ওই মহিলাকে উতক্ত করতে থাকেন। বাড়তে থাকে বচসা। অপারগ হয়ে মহিলা পাবের ম্যানেজার জিতেন্দ্র ঝা-র (৩৮) কাছে গিয়ে অভিযোগ জানান। জিতেন্দ্র প্রতিবাদ করতে গেলে বিক্রম কারোডি গুলি চালান। তাঁর কাছে বৈধ আগ্নেয়াস্ত্র ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। মুম্বই পশ্চিমের অ্যাডিশনাল কমিশনার অফ পুলিশ মিলিন্দ ভারাম্বে জানিয়েছেন, বিক্রম কুমার কারোডিকে যৌন হেনস্থা এবং খুনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

No comments:

Post a Comment