Friday, May 30, 2014

নমো জমানায় প্রতিরক্ষায় বিদেশি বিনিয়োগের অবারিত দ্বার

নমো জমানায় প্রতিরক্ষায় বিদেশি বিনিয়োগের অবারিত দ্বার

Government-moves-to-hike-defence-FDI-up-to-100
এই সময় ডিজিটাল ডেস্ক: নতুন সরকার গঠিত হয়েছে ৪ দিন আগে। শুক্রবারই কেন্দ্রীয় সরকার তাদের প্রথম গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করল। প্রতিরক্ষা খাতে ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগের উপর সিলমোহর লাগাতে চলেছে সরকার। এ দিন শিল্প ও বাণিজ্য মন্ত্রক থেকে এই ব্যাপারে সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে।

যদিও এই সিদ্ধান্ত নিয়ে আলোচনার জন্য আগেই বিভিন্ন মন্ত্রকে নোট পাঠানো হয়। এর আগে প্রতিরক্ষা ক্ষেত্রে বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল সর্বাধিক ২৬ শতাংশ। এক সঙ্গে ৭৪ শতাংশ বাড়ানোর পিছনে মূল কারণ হিসাবে জানানো হয়েছে, প্রতিরক্ষা খাতে বিদেশি বিনিয়োগ বাড়লে এই ক্ষেত্রে আমদানির খরচ অনেকটাই কমবে। সর্বোপরি যে সমস্ত বিদেশি সংস্থা অস্ত্র ভাণ্ডার বানাতে প্রযুক্তিগত সহায়তা করবে তাদের ক্ষেত্রেই ১০০ শতাংশ বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ গ্রহণের পর থেকেই সরকারের রাশ নিজের হাতেই রেখেছেন। সরকারের প্রধান হিসাবে সব ক্ষেত্রেই নজরদারি থাকবে, এমনটাই জানিয়েছিলেন নমো। যদিও নির্বাচনী প্রচার চলাকালীন নমো প্রতিরক্ষা ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ বাড়ানোর কথা বলেছিলেন। মাত্র চার দিনের মাথায় এই সিদ্ধান্ত মোদীর নিজেই বলে মনে করা হচ্ছে।

সূত্রের খবর, শুধু প্রতিরক্ষাই নয় অদূর ভবিষ্যতে রেলে ও নির্মাণ ক্ষেত্রে সরাসরি বিদেশি বিনিয়োগের পরিমাণ বাড়ানো হবে। প্রথমে প্রস্তাব ছিল হাই স্পিড ট্রেন, শহরের মধ্যে রেল যোগাযোগের ক্ষেত্রে এবং আরও কয়েকটি ক্ষেত্রে বিদেশি বিনিয়োগের পরিমাণ বাড়ানো হতে পারে। পরে তা যাবতীয় রেলের উপর বর্তাবে বলে ওয়াকিবহাল মনে করছে।

কিন্তু এত বিদেশি বিনিয়োগ বাড়ালে তাতে লাভ কি হবে? শিল্প ও বাণিজ্যমন্ত্রকের যুক্তি, এতে দেশের সার্বিক শিল্পোত্পাদনের হার বৃদ্ধি পাবে। ফলে নতুন কর্মসংস্থান বাড়বে।

No comments:

Post a Comment