Thursday, May 29, 2014

লাদেনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল আমেরিকায়!

লাদেনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল আমেরিকায়!

osama-bin-laden
এই সময় ডিজিটাল ডেস্ক: ১ মে, ২০১১-র ভোর রাতে। আমেরিকার পাঠানো নেভি সিল টিম সিক্স গোপন অভিযান চালায় পাকিস্তানের আবোটাবাদে ওসামা বিন লাদেনের বাসস্থানে। পলক ফেলার আগেই মেরে ফেলা হয় আল কায়েদার এই মাস্টার মাইন্ডকে। এর পরে তার মৃতদেহের সলিল সমাধি দেওয়া হয় ইউএসএস কার্ল ভিনসনের নিকটবর্তী সমুদ্রে। সারা বিশ্ব এত দিন এটাই জানত। 'জানত' কারণ এই সত্যকে মিথ্যে বলে দাবি করছে অ্যাননিমাস ফ্রম স্ট্র্যাটফর-এর কিছু ই-মেল। এই ইন্টেলিজেন্স সংস্থা 'শ্যাডো সিআইএ' নামেও পরিচিত।

গত সপ্তাহে এই সংস্থার ইন্টেলিজেন্স বিভাগের ভাইস প্রেসিডেন্ট ফ্রেড বার্টন দাবি করেছেন যে ওসামা বিন লাদেনকে নাকি সলিল সমাধি দেওয়া হয়নি। বরং সারা পৃথিবীর চোখে ধুলো দিয়ে ওসামার মৃতদেহ নাকি উড়িয়ে নিয়ে যাওয়া হয় আমেরিকায়। এবং সেখানেই দেহ পুড়িয়ে ফেলা হয়। এর প্রমাণ এবং তথ্যও নাকি তাঁদের হাতে আছে। শুধু ওসামা সম্পর্কিত তথ্যই নয়, তাঁদের কাছে প্রায় ২.৭ লাখ এমন নথি আছে যা কিনা অনেক ধোঁয়াশা থেকে পর্দা সরিয়ে দিতে পারে! এই দাবি আদৌ সত্যি না কি শুধুমাত্র পাবলিসিটি স্টান্ট তা তো সময়েই বলে দেবে।

No comments:

Post a Comment