হোমে শিশুদের উপর যৌন উত্পীড়ন, গ্রেপ্তার দুই
করজাত (পুনে): শিশুদের আশ্রয় দেওয়ার নাম করে দিনের পর দিন যৌন উত্পীড়ন চালানোর অভিযোগে পুনের চন্দ্রপ্রভা চ্যারিটেবল ট্রাস্টের প্রতিষ্ঠাতা অজিত দাভোলকর ও তাঁর সহকোরী ললিতা তোন্ডেকে সোমবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ৷ শিশু সুরক্ষার জন্য কাজ করা একটি এনজিও-র প্রচেষ্টায় সামনে আসে ওই হোমের কার্যকলাপ৷
হোমের ৩০-৩৫ জন আবাসিক শিশুর মধ্যে ৫ জন ইতিমধ্যেই লিখিত জানিয়েছে তাদের উপর অত্যাচারের কথা৷ তাদের মধ্যে ৪ জন মেয়ে ও এক জন ছেলে, বয়স ১১ থেকে ১৫-র মধ্যে৷ যে এনজিওটি তাদের উদ্ধার করেছে, সেই জ্ঞান দেবী চাইল্ডলাইন গ্রুপের প্রধান অনুরাধা সহস্রবুদ্ধে জানিয়েছেন, নিয়মিতই তাদের উপর যৌন উত্পীড়ন করত অভিযুক্ত৷ তাদের পর্নোগ্রাফি দেখতে বাধ্য করা হত, একে অপরের সঙ্গে যৌনতায় লিপ্ত হতে বাধ্য করা হত৷ খিদে পেলে অনেক সময় মানুষের মলমূত্র খেতে বাধ্য করা হত৷ আর এ সবেরই নাকি ছবি তুলে রাখত অভিযুক্ত, কিছু কিছু ক্ষেত্রে ভিডিয়ো ক্যামেরায়৷
অনুরাধা জানিয়েছেন, ঘটনার সূত্রপাত গত ২১ মে৷ সে দিন তাঁদের এনজিও-র এক সমাজকর্মীকে তাঁর বাড়ির পরিচারিকা জানান, তাঁর দুই মেয়ে ওই হোম থেকে গরমের ছুটিতে বাড়ি ফিরে কেমন মনমরা হয়ে আছে৷ ওই দুই শিশুর সঙ্গে কথা বলে চন্দ্রপ্রভার হোমে এ ধরনের কার্যকলাপের হদিশ পান ওই সমাজকর্মী৷ এর পরেই চাইল্ডলাইন কর্মীদের তরফে রাজ্য সরকারের শিশু সুরক্ষা কমিটির নজরে আনা হয় বিষয়টি৷ এর পর সোমবার রাতে সমাজকর্মীদের সঙ্গে নিয়ে ওই হোমে হানা দেয় পুলিশ৷ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করার পাশাপাশি দুই শিশুকেও উদ্ধার করা হয়েছে৷ গরমের ছুটি থাকা সত্ত্বেও তাদের হোমে আটকে রাখা হয়েছিল৷
অভিযুক্ত দাভোলকর (৫২) ও তোন্ডের (৩৫) বিরুদ্ধে শিশু-যৌন নিগ্রহ রোধী আইনে ও ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ (অস্বাভাবিক যৌনতা), ৩৪৫ (অবৈধভাবে আটক), ৫০৯ (অশালীন আচরণ) ও ৩২৪ (ইচ্ছাকৃত আঘাত) ধারায় চার্জ গঠন করা হয়েছে৷ ২০০২ সাল থেকে এই ট্রাস্টটি চালাচ্ছে দাভোলকর৷ মূলত গরিব পরিবারের শিশুদের এখানে কম খরচে থাকা-খাওয়া ও পড়াশোনার ব্যবস্থা ছিল৷ পুনের চ্যারিটি কমিশনারের অধীনে এই ট্রাস্টটি নথিভুক্ত৷ কিন্ত্ত তাদের ওয়েবসাইট থেকে প্রকাশ, গত কয়েক বছরে বারবার সরকারি অনুদান ফিরিয়ে দিয়েছে তারা৷ সমাজকর্মীদের অভিযোগ, যাতে সরকারি পরিদর্শনের মুখে হোমের বেআইনি কার্যকলাপ সামনে না এসে পড়ে সেই কারণেই অনুদান ফিরিয়ে দেওয়া হয়েছে বারবার৷ পুলিশ জানিয়েছে, হোমের অন্যান্য শিশুদের খুঁজে বার করার চেষ্টা চলছে৷ আগামি দিনে আরও কয়েক জনকে গ্রেপ্তার করা হয়ে পারে৷
হোমের ৩০-৩৫ জন আবাসিক শিশুর মধ্যে ৫ জন ইতিমধ্যেই লিখিত জানিয়েছে তাদের উপর অত্যাচারের কথা৷ তাদের মধ্যে ৪ জন মেয়ে ও এক জন ছেলে, বয়স ১১ থেকে ১৫-র মধ্যে৷ যে এনজিওটি তাদের উদ্ধার করেছে, সেই জ্ঞান দেবী চাইল্ডলাইন গ্রুপের প্রধান অনুরাধা সহস্রবুদ্ধে জানিয়েছেন, নিয়মিতই তাদের উপর যৌন উত্পীড়ন করত অভিযুক্ত৷ তাদের পর্নোগ্রাফি দেখতে বাধ্য করা হত, একে অপরের সঙ্গে যৌনতায় লিপ্ত হতে বাধ্য করা হত৷ খিদে পেলে অনেক সময় মানুষের মলমূত্র খেতে বাধ্য করা হত৷ আর এ সবেরই নাকি ছবি তুলে রাখত অভিযুক্ত, কিছু কিছু ক্ষেত্রে ভিডিয়ো ক্যামেরায়৷
অনুরাধা জানিয়েছেন, ঘটনার সূত্রপাত গত ২১ মে৷ সে দিন তাঁদের এনজিও-র এক সমাজকর্মীকে তাঁর বাড়ির পরিচারিকা জানান, তাঁর দুই মেয়ে ওই হোম থেকে গরমের ছুটিতে বাড়ি ফিরে কেমন মনমরা হয়ে আছে৷ ওই দুই শিশুর সঙ্গে কথা বলে চন্দ্রপ্রভার হোমে এ ধরনের কার্যকলাপের হদিশ পান ওই সমাজকর্মী৷ এর পরেই চাইল্ডলাইন কর্মীদের তরফে রাজ্য সরকারের শিশু সুরক্ষা কমিটির নজরে আনা হয় বিষয়টি৷ এর পর সোমবার রাতে সমাজকর্মীদের সঙ্গে নিয়ে ওই হোমে হানা দেয় পুলিশ৷ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করার পাশাপাশি দুই শিশুকেও উদ্ধার করা হয়েছে৷ গরমের ছুটি থাকা সত্ত্বেও তাদের হোমে আটকে রাখা হয়েছিল৷
অভিযুক্ত দাভোলকর (৫২) ও তোন্ডের (৩৫) বিরুদ্ধে শিশু-যৌন নিগ্রহ রোধী আইনে ও ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ (অস্বাভাবিক যৌনতা), ৩৪৫ (অবৈধভাবে আটক), ৫০৯ (অশালীন আচরণ) ও ৩২৪ (ইচ্ছাকৃত আঘাত) ধারায় চার্জ গঠন করা হয়েছে৷ ২০০২ সাল থেকে এই ট্রাস্টটি চালাচ্ছে দাভোলকর৷ মূলত গরিব পরিবারের শিশুদের এখানে কম খরচে থাকা-খাওয়া ও পড়াশোনার ব্যবস্থা ছিল৷ পুনের চ্যারিটি কমিশনারের অধীনে এই ট্রাস্টটি নথিভুক্ত৷ কিন্ত্ত তাদের ওয়েবসাইট থেকে প্রকাশ, গত কয়েক বছরে বারবার সরকারি অনুদান ফিরিয়ে দিয়েছে তারা৷ সমাজকর্মীদের অভিযোগ, যাতে সরকারি পরিদর্শনের মুখে হোমের বেআইনি কার্যকলাপ সামনে না এসে পড়ে সেই কারণেই অনুদান ফিরিয়ে দেওয়া হয়েছে বারবার৷ পুলিশ জানিয়েছে, হোমের অন্যান্য শিশুদের খুঁজে বার করার চেষ্টা চলছে৷ আগামি দিনে আরও কয়েক জনকে গ্রেপ্তার করা হয়ে পারে৷
http://eisamay.indiatimes.com/nation/sexual-assult-in-homes-two-arrest/articleshow/35737271.cms
No comments:
Post a Comment