Friday, May 30, 2014

প্রধানমন্ত্রীর গৃহপ্রবেশ

প্রধানমন্ত্রীর গৃহপ্রবেশ

7-RCR
এই সময় ডিজিটাল ডেস্ক: শুক্রবার সকালে গৃহপ্রবেশ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজধানীর রেসকোর্স রোডের প্রধানমন্ত্রীর বাসভবনে বিনা আড়ম্বরে প্রবেশ করলেন নতুন প্রধানমন্ত্রী। তবে অন্দরমহলে বিন্দুমাত্র রদবদলের হুকুম আসেনি প্রধানমন্ত্রীর তরফ থেকে। বিলাসিতা একেবারেই নাপসন্দ নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রীর দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, গত সপ্তাহেই বাসভবন ছেড়ে দিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। অন্দরমহলে রদবদল বলতে প্রয়োজন হয়েছে শুধুমাত্র নতুন রঙের এবং পর্দার। তা ছাড়া আর কোনও রকম পরিবর্তনের প্রয়োজন পড়েনি।

ন্যাশনাল গ্যালারি অফ মর্ডান আর্টের (যেখান থেকে প্রধানমন্ত্রীর বাসভবনের জন্যে আর্টওয়র্ক আসে) এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, এখনও পর্যন্ত রেসকোর্স রোড থেকে নতুন আর্টওয়র্কের কোনও অনুরোধ আসেনি। গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীনও তাঁর বাসভবন ছিল খুবই ছিমছাম। একান্ত প্রয়োজনীয় জিনিস ছাড়া বাড়তি কোনও আয়োজন ছিল না সেখানেও। তবে তাঁর পূর্বসূরীদের মতো ৭ নম্বর বাংলোতে নয়, মোদী থাকবেন ৫ নম্বর বাংলোয়। ৭ নম্বর বাংলোকে তিনি অফিস হিসেবেই ব্যবহার করবেন।

No comments:

Post a Comment