দলিত বোনেদের খুনের ঘটনায় গ্রেপ্তার পুলিশকর্মী
এই সময় ডিজিটাল ডেস্ক: উত্তর প্রদেশের জোড়া ধর্ষণ ও খুন কাণ্ডে এক পুলিশকর্মী সহ তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনায় গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
গত ২৭ মে উত্তরপ্রদেশের বদায়ুঁ জেলায় নিজেদের বাড়ি থেকে নিরুদ্দেশ হয় দলিত সম্প্রদায়ের দুই তুতো বোন। পরদিন এলাকার এক আমগাছ থেকে দুই কিশোরির মৃতদেহ ঝুলতে দেখা যায়। এই ঘটনা কেন্দ্র করে গোটা এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশি তদন্তে জানা গিয়েছে, গণধর্ষণের পর দুই বোনকে হত্যা করা হয়। ঘটনায় অভিযুক্ত সাত জনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
অবশেষে তিনদিন পর বৃহস্পতিবার তিন জনকে গ্রেফতার করেছে বদায়ুঁ পুলিশ। এদের মধ্যে রয়েছে পুলিশ কনস্টেবল ছত্রপল যাদব এবং দুই ভাই পাপ্পু ও অবধেশ যাদব। বদাযুঁ জেলার এসপি অতুলকুমার সাক্সেনা জানিয়েছেন, অভিযুক্ত দুই কনস্টেবলকে দপ্তর থেকে বহিষ্কার করা হয়েছে। এখনও নিখোঁজ পুলিশকর্মী সর্বেশ যাদব, পাপ্পুর ভাই উর্বেশ যাদব এবং অজ্ঞাতপরিচয় অন্য দু' জন।
দুই দলিত কিশোরির ধর্ষণ ও খুনের পিছনে থাকা দুষ্কৃতীদের কঠিন শাস্তি দেওয়া হবে বলে এদিন জানিয়েছেন উত্তরপ্রদেশের মু্খ্যমন্ত্রী অখিলেশ যাদব।
গত ২৭ মে উত্তরপ্রদেশের বদায়ুঁ জেলায় নিজেদের বাড়ি থেকে নিরুদ্দেশ হয় দলিত সম্প্রদায়ের দুই তুতো বোন। পরদিন এলাকার এক আমগাছ থেকে দুই কিশোরির মৃতদেহ ঝুলতে দেখা যায়। এই ঘটনা কেন্দ্র করে গোটা এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশি তদন্তে জানা গিয়েছে, গণধর্ষণের পর দুই বোনকে হত্যা করা হয়। ঘটনায় অভিযুক্ত সাত জনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
অবশেষে তিনদিন পর বৃহস্পতিবার তিন জনকে গ্রেফতার করেছে বদায়ুঁ পুলিশ। এদের মধ্যে রয়েছে পুলিশ কনস্টেবল ছত্রপল যাদব এবং দুই ভাই পাপ্পু ও অবধেশ যাদব। বদাযুঁ জেলার এসপি অতুলকুমার সাক্সেনা জানিয়েছেন, অভিযুক্ত দুই কনস্টেবলকে দপ্তর থেকে বহিষ্কার করা হয়েছে। এখনও নিখোঁজ পুলিশকর্মী সর্বেশ যাদব, পাপ্পুর ভাই উর্বেশ যাদব এবং অজ্ঞাতপরিচয় অন্য দু' জন।
দুই দলিত কিশোরির ধর্ষণ ও খুনের পিছনে থাকা দুষ্কৃতীদের কঠিন শাস্তি দেওয়া হবে বলে এদিন জানিয়েছেন উত্তরপ্রদেশের মু্খ্যমন্ত্রী অখিলেশ যাদব।
No comments:
Post a Comment