Thursday, May 29, 2014

"ঘর" পুরুষ ভাঙ্গে ঘর নিরন্তর... জাম্ববতি-সত্যভামা আর রুক্মিনীর মত নারি বাঁধে ঘর ... সন্তান জন্ম দেয় লালন-পালন করে বংশ রক্ষা করে স্বামীর" প্রতিবাদি নারি পায় শুধু অপমান,বঞ্চনা আর অবহেলা... যেন কলঙ্কিনী রাই॥


"ঘর" পুরুষ ভাঙ্গে ঘর নিরন্তর... জাম্ববতি-সত্যভামা আর রুক্মিনীর মত নারি বাঁধে ঘর ... সন্তান জন্ম দেয় লালন-পালন করে বংশ রক্ষা করে স্বামীর" প্রতিবাদি নারি পায় শুধু অপমান,বঞ্চনা আর অবহেলা... যেন কলঙ্কিনী রাই॥
Like ·  · 
  • Nagraj Chandal সাদ করে সন্তানের বয়সী ভাগ্নের সাথে ফস্টি নষ্টী করলে কাকে না কলঙ্কিনী বলবে?
    15 hours ago · Edited · Like · 1
  • Smritikana Howlader স্বামী,শাশুড়ি-ননদের অত্যাচারের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ রাধা।আর সেই সুযোগ নিয়েছে চতুর কৃষ্ণ।একদিকে নিজের আনন্দ আর অন্যদিকে পুরুষের বিরুদ্ধে আঙ্গুল তোলা বন্ধ।আর অন্যদিকে কুন্তী দ্রৌপদির মত নারী পুরুষের সব অত্যাচার সহ্য করে সেজে রইল সতী
  • Nagraj Chandal কৃষ্ণ যখন কোলের শিশু রাধা তখন একাদশী। নাবালক কৃষ্ণের মধ্যে পৌরুষ জাগিয়েছিল রাধা। শাশুড়ি ননদী ও নারী। তারা বংশ মর্যাদা সম্পর্কে সচেতন। কুলটা রাধার পলিগামীর নেশাকে প্রতিহত করা অত্যাচার নয়। রাধার বেলাল্লাপনা স্বেচ্ছাচারের সমান।
    6 hrs · Like · 1
  • Nagraj Chandal অন্যদিকে কুন্তিকে কে মাথার দিব্যি দিয়েছিল কুমারী অবস্থায় যৌবনাচার করার? দ্রৌপদী পাঁচ পুরুষেও কি সন্তুষ্ট ছিল? গোপনে কর্ণকে পেতে চাইছিল কেন?
    6 hrs · Edited · Like · 1

No comments:

Post a Comment