Thursday, May 29, 2014

["স্বরে অ’তে অজগর, স্বরে আ’তে আম। ঐ অজগর আসছে তেড়ে, আমটি আমি খাবো পেড়ে।"


["স্বরে অ’তে অজগর, স্বরে আ’তে আম। ঐ অজগর আসছে তেড়ে, আমটি আমি খাবো পেড়ে।"
শিশু বইয়ে একই সঙ্গে অজগরের তেড়ে আসার ভয়াল চিত্র ও রংচং-এ আমের লোভনীয় ছবি থাকার পরেও প্রশ্ন হচ্ছে, অজগর তেড়ে আসার সময় আমাদের কী আম খাওয়ার ইচ্ছে জাগে? খুব জানতে ইচ্ছে করে, এই গুরুতর প্রশ্নটি কী আদর্শলিপির লেখককে (বিদ্যাসাগর?) সে সময়ের ছোট-বড় কেউ করেছিলেন? করে থাকলে কী ছিলো তার জবাব?...]
Guruchandali -- Bangla eZine Magazine WebZine and something else... আমাদের শিশুরা কী পড়ছে? - হরিদাস পাল
GURUCHANDALI.COM|BY BLOG OWNER
Like ·  · 

No comments:

Post a Comment