কথা বললেই, বাঙালিয়ানা নিয়ে কিছু বললেই বেশকিছু শিক্ষিত নাম্নী অর্ধশিক্ষিত ও "খিচুরি বাংলা"ভাষীরা রে রে করছে; বলছে, এ নাকি প্রাদেশিকতা, আঞ্চলিকতাবাদ ইত্যাদি; খাঁটি ভারতীয়ত্ব এবং আন্তর্জাতিকতায় এসব নাকি প্রতিবন্ধকতা হচ্ছে--- এমন নানান আজগুবি ভাবনার ফোয়ারা ছোটাচ্ছেন তাঁরা। এতে শামিল বুড়ো থেকে গুঁড়ো সব পেশার মানুষ।
অথচ এই আজগুবি ধারণাটাকে যুক্তি দিয়েই ধুলা বানানো যায়, সেটা ওই "খিচুরি বাঙালি"রা জানেন না এবং তাদের সংস্পর্শে থাকা অনেক তথাকথিত শিক্ষিত-পণ্ডিতরাও জানেন না এবং জানতেও চান না। নিম্ন ও মধ্য মেধা নিয়ে মিথ্যা গর্ববোধ এঁদের। আর প্রচার করেন সেসমস্ত আজগুবি বিষয়।
এতে সত্যিই প্রমাণিত হয় যে, এই সমস্ত বাঙালিরা "আত্মবিস্মৃত, আত্মঘাতী, আত্মকেন্দ্রিক, আত্মবিশ্বাসহীন, হুজুকে, দাস মানসিকতার, সবজান্তা, ভণ্ড" এবং তারা বাঙালি বলে মিথ্যা পরিচয় দেয়। এরা বাংলার ভাষা ও সংস্কৃতি সম্বন্ধে নির্বোধ এবং বিরোধী। তাঁরা জানেন না যে, যে কোনও ভাষাগোষ্ঠী, জাতি, সাংস্কৃতিকগোষ্ঠীর আত্মনিয়ন্ত্রণের অধিকার আছে; সম্বৃদ্ধ হওয়ার অধিকার আছে, আগ্রাসন রোধের অধিকার আছে। বাংলা একটি ভাষা ও সংস্কৃতি এবং বাঙালি একটি জাতি গোষ্ঠী। এটা না জেনে বা অজ্ঞাতেই ওই তথাকথিত পণ্ডিতগণ বহুজাতিক সংস্থার, শোষকশ্রেণির ও তাদের দালাল ও লেজুড়দের তৈরি মিথ্যা ধারণা প্রচার করেন। এঁদের বেশিরভাগটার দেখা মেলে মধ্যবিত্ত জগতে এবং পশ্চিমবঙ্গে। এরকম ভেজাল বাঙালি-মানুষ এই বিশ্বের যেকোনও ভাষা-সংস্কৃতি-জাতিগোষ্ঠীতে দেখা পাওয়া ভার। এঁরা সংস্কৃতির আপদ ও বিপদরূপী।
এই সমস্ত আপদ ও বিপদ থেকে বাংলা ভাষা ও সংস্কৃতির স্বাতন্ত্র, মর্যাদা, স্বাধিকার, প্রবহমানতা, সমকালীনতা রক্ষা করতে ও বজায় রাখতে, এর প্রতি মমত্ব, আন্তরিকতা, প্রেম জাগাতে, এর উত্কর্ষ করতে, মেধা ও মননের উত্কর্ষ করতে পশ্চিমবাংলায় এবং বাংলাভাষী অঞ্চলে সচেতন ও সক্রিয় প্রয়াস গড়ে তোলা জরুরি। দরকার শৃঙ্খলমুক্তি এবং শৃঙ্খলা পরায়ণতা। এটা সম্ভবত শীঘ্রই শুরু হচ্ছে এই ভারতে, বাস্তবের মাটিতে। এটা ছড়িয়ে পড়ুক দিকে দিকে। এজন্য বাংলাপ্রেমী বাঙালিদের সাদর আহ্বান, আপনারা সঙ্গী হউন।
আমরা সোচ্চারে বলতে চাই, "আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই,/
আমি, আমার আমিকে চিরদিন শুধু বাংলায় খুঁজে পাই..."
অথচ এই আজগুবি ধারণাটাকে যুক্তি দিয়েই ধুলা বানানো যায়, সেটা ওই "খিচুরি বাঙালি"রা জানেন না এবং তাদের সংস্পর্শে থাকা অনেক তথাকথিত শিক্ষিত-পণ্ডিতরাও জানেন না এবং জানতেও চান না। নিম্ন ও মধ্য মেধা নিয়ে মিথ্যা গর্ববোধ এঁদের। আর প্রচার করেন সেসমস্ত আজগুবি বিষয়।
এতে সত্যিই প্রমাণিত হয় যে, এই সমস্ত বাঙালিরা "আত্মবিস্মৃত, আত্মঘাতী, আত্মকেন্দ্রিক, আত্মবিশ্বাসহীন, হুজুকে, দাস মানসিকতার, সবজান্তা, ভণ্ড" এবং তারা বাঙালি বলে মিথ্যা পরিচয় দেয়। এরা বাংলার ভাষা ও সংস্কৃতি সম্বন্ধে নির্বোধ এবং বিরোধী। তাঁরা জানেন না যে, যে কোনও ভাষাগোষ্ঠী, জাতি, সাংস্কৃতিকগোষ্ঠীর আত্মনিয়ন্ত্রণের অধিকার আছে; সম্বৃদ্ধ হওয়ার অধিকার আছে, আগ্রাসন রোধের অধিকার আছে। বাংলা একটি ভাষা ও সংস্কৃতি এবং বাঙালি একটি জাতি গোষ্ঠী। এটা না জেনে বা অজ্ঞাতেই ওই তথাকথিত পণ্ডিতগণ বহুজাতিক সংস্থার, শোষকশ্রেণির ও তাদের দালাল ও লেজুড়দের তৈরি মিথ্যা ধারণা প্রচার করেন। এঁদের বেশিরভাগটার দেখা মেলে মধ্যবিত্ত জগতে এবং পশ্চিমবঙ্গে। এরকম ভেজাল বাঙালি-মানুষ এই বিশ্বের যেকোনও ভাষা-সংস্কৃতি-জাতিগোষ্ঠীতে দেখা পাওয়া ভার। এঁরা সংস্কৃতির আপদ ও বিপদরূপী।
এই সমস্ত আপদ ও বিপদ থেকে বাংলা ভাষা ও সংস্কৃতির স্বাতন্ত্র, মর্যাদা, স্বাধিকার, প্রবহমানতা, সমকালীনতা রক্ষা করতে ও বজায় রাখতে, এর প্রতি মমত্ব, আন্তরিকতা, প্রেম জাগাতে, এর উত্কর্ষ করতে, মেধা ও মননের উত্কর্ষ করতে পশ্চিমবাংলায় এবং বাংলাভাষী অঞ্চলে সচেতন ও সক্রিয় প্রয়াস গড়ে তোলা জরুরি। দরকার শৃঙ্খলমুক্তি এবং শৃঙ্খলা পরায়ণতা। এটা সম্ভবত শীঘ্রই শুরু হচ্ছে এই ভারতে, বাস্তবের মাটিতে। এটা ছড়িয়ে পড়ুক দিকে দিকে। এজন্য বাংলাপ্রেমী বাঙালিদের সাদর আহ্বান, আপনারা সঙ্গী হউন।
আমরা সোচ্চারে বলতে চাই, "আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই,/
আমি, আমার আমিকে চিরদিন শুধু বাংলায় খুঁজে পাই..."
No comments:
Post a Comment