বিভূতি ভূষণের চাঁদের পাহাড় যারা পড়েছেন, তাঁরা জানেন শংকর যে হিরের গুহার সন্ধানে গিয়েছিল তার পাশে যে জনজাতিরা থাকতেন তাঁরা এর ধারে কাছেও যেতেন না। ভাবতেন অপদেবতা আছে... কথাটা মনে পড়ল---বহু বন্ধু ধীরে ধীরে ফেসবুক তথা আন্তর্জাল থেকে সরে যাচ্ছেন দেখে... ২০১১ থেকে ফেসবুক এক নতুন উচ্ছ্বাসের আবহ শুরু করে... আমরা অনেকে তার আগেও ছিলাম, সম্ভবত পরেও থাকব...অপদেবতারা মনে হয় না আমাদের তাড়াতে পারবে। কারণ হীরে... মোবাইলের দৌরাত্ম্যে অনেকেই ফেসবুককে নিজেদের বাড়ি গাড়ি করে ফেলেছিলেন। অনেকে কাছে নতুন স্টেটাস সিম্বল হয়ে পড়েছিল। সেই মোহ ভেঙ্গেছে ভালোই হয়েছে। কিন্তু বহু আগেকার আমার একটি স্টেটাসের কথা আজ আবার পুনরাবৃত্তি করতে ইচ্ছে করছে, আন্তর্জালে ফেসবুক হতে পারে রাজধানী এক্সপ্রেস , বাড়িটি কিন্তু ব্লগ। এর এখন অব্দি কোনো বিকল্প নেই...
No comments:
Post a Comment