Thursday, May 29, 2014

বিদ্রোহী কবির মাজারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

বিদ্রোহী কবির মাজারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা



15
নিজস্ব প্রতিবেদক,
ঢাকা প্রতিদিন ডটকম :
আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত বিদ্রোহী কবির মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে কবি পরিবার, ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন।
আওয়ামী লীগের পক্ষে কবির মাজারে শ্রদ্ধা জানান দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। বিএনপির পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জ ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন কবির মাজারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সকাল সাড়ে ৬টায় মাজারে প্রথম শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
এসময় তিনি বলেন, নজরুল তারুণ্যের কবি। তার লেখায় বিদ্রোহ কারণ সমাজ থেকে অন্যায়, দুর্নীতি, অসত্য দূর করার জন্য তিনি বিদ্রোহ করেছেন। আজ আমাদের সবার উচিত নজরুলকে বেশি বেশি করে চেনা, জানা।
সাংস্কৃতিক মন্ত্রণালয়ের পক্ষে মন্ত্রী আসাদুজ্জামান নূর শ্রদ্ধাজ্ঞাপন শেষে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা দিয়েছিলেন। আমাদের দেশে সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে। তাই তার লেখনির গুরুত্ব এখনো ফুরিয়ে যায় নি। তিনি আমাদের মধ্যে না থাকলেও তার গুরুত্ব আমাদের মধ্যে বাড়ছে। মুক্তিযুদ্ধে তার গান কবিতা লেখনি আমরা ধারণ করেছিলাম।
Dhaka Protidin

No comments:

Post a Comment