উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ
এই সময় ডিজিটাল ডেস্ক: আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হল। এ বছর মোট ৮,০২,০৬০ জন পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। পাশের হার ৭৮.৮২ শতাংশ।
এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছেলেদের পাশের হার ৭৯.৭৪ শতাংশ। মেয়েদের পাশের হার ৭৭.৭১ শতাংশ।এবার তুলনায় বেশি ভাল ফল করেছেন জেলার স্কুলের ছাত্র-ছাত্রীরা। পাশের হারে সবচেয়ে এগিয়ে পূর্ব মেদিনীপুর। ভালো ফল করেছেন উত্তরবঙ্গের ছাত্র-ছাত্রীরাও।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশিত এ বছরের মেধা তালিকা অনুযায়ী প্রথম স্থান অধিকার করেছেন রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের ছাত্র অনির্বাণ সাহা। তিনি মোট ৪৭৮ নম্বর পেয়েছেন। মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকারী শিলিগুড়ি গার্লস হাইস্কুলের ছাত্রী দেবপ্রিয়া গুন। তাঁর অর্জিত নম্বর ৪৭০।
সম্পূর্ণ মেধা তালিকা:
১। অনির্বাণ সাহা- রায়গঞ্জ (৪৭৮) ২। সৌরভ পাল- কাটোয়া (৪৭৫) ৩। পরমেশ দাস- বর্ধমান এবং সৌপ্তিক চক্রবর্তী-চাকদা(৪৭৪) ৪। সৌম্যদীপ সরকার- কল্যাণী (৪৭৩) ৫। অনিরুদ্ধ রায়- কলকাতা (৪৭২) ৬। সৌরভ চক্রবর্তী- বর্ধমান, প্রতীক বিশ্বাস- কলকাতা, সৌমিক দেব- বর্ধমান (৪৭১) ৭। দেবপ্রিয়া গুন- শিলিগুড়ি, প্রীতম দাস- রায়গঞ্জ, কূলদীপ গুহ মজুমদার- কলকাতা, ফাল্গুনী ঘোষ- কলকাতা, মহুল পোদ্দার- কল্যাণী (৪৭০) ৮। সৈকত দে- কোচবিহার, অর্কদেব রায়- দুর্গাপুর, অগ্নিভ বন্দ্যোপাধ্যায়- কলকাতা, মণিরত্নম মণ্ডল- নরেন্দ্রপুর (৪৬৯) ৯। কায়াক মহম্মদ সাগিম- বর্ধমান, বিয়াস কোলে- জয়নগর, সাগ্নিক চক্রবর্তী- রহড়া, রিয়া ঘোষ- বারাসত (৪৬৮) ১০। সায়ন্তনী মণ্ডল, অরিত্রজিত্ গুপ্ত, নিমিষা কৌর- পশ্চিম মেদিনীপুর, অমর্ত্য আচার্য- কল্যাণী, সৌরভ নন্দী- নরেন্দ্রপুর, সুদর্শনা মণ্ডল- সোনারপুর (৪৬৭)
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৩ মার্চ। শেষ হবে ৩০ মার্চ।
এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছেলেদের পাশের হার ৭৯.৭৪ শতাংশ। মেয়েদের পাশের হার ৭৭.৭১ শতাংশ।এবার তুলনায় বেশি ভাল ফল করেছেন জেলার স্কুলের ছাত্র-ছাত্রীরা। পাশের হারে সবচেয়ে এগিয়ে পূর্ব মেদিনীপুর। ভালো ফল করেছেন উত্তরবঙ্গের ছাত্র-ছাত্রীরাও।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশিত এ বছরের মেধা তালিকা অনুযায়ী প্রথম স্থান অধিকার করেছেন রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের ছাত্র অনির্বাণ সাহা। তিনি মোট ৪৭৮ নম্বর পেয়েছেন। মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকারী শিলিগুড়ি গার্লস হাইস্কুলের ছাত্রী দেবপ্রিয়া গুন। তাঁর অর্জিত নম্বর ৪৭০।
সম্পূর্ণ মেধা তালিকা:
১। অনির্বাণ সাহা- রায়গঞ্জ (৪৭৮) ২। সৌরভ পাল- কাটোয়া (৪৭৫) ৩। পরমেশ দাস- বর্ধমান এবং সৌপ্তিক চক্রবর্তী-চাকদা(৪৭৪) ৪। সৌম্যদীপ সরকার- কল্যাণী (৪৭৩) ৫। অনিরুদ্ধ রায়- কলকাতা (৪৭২) ৬। সৌরভ চক্রবর্তী- বর্ধমান, প্রতীক বিশ্বাস- কলকাতা, সৌমিক দেব- বর্ধমান (৪৭১) ৭। দেবপ্রিয়া গুন- শিলিগুড়ি, প্রীতম দাস- রায়গঞ্জ, কূলদীপ গুহ মজুমদার- কলকাতা, ফাল্গুনী ঘোষ- কলকাতা, মহুল পোদ্দার- কল্যাণী (৪৭০) ৮। সৈকত দে- কোচবিহার, অর্কদেব রায়- দুর্গাপুর, অগ্নিভ বন্দ্যোপাধ্যায়- কলকাতা, মণিরত্নম মণ্ডল- নরেন্দ্রপুর (৪৬৯) ৯। কায়াক মহম্মদ সাগিম- বর্ধমান, বিয়াস কোলে- জয়নগর, সাগ্নিক চক্রবর্তী- রহড়া, রিয়া ঘোষ- বারাসত (৪৬৮) ১০। সায়ন্তনী মণ্ডল, অরিত্রজিত্ গুপ্ত, নিমিষা কৌর- পশ্চিম মেদিনীপুর, অমর্ত্য আচার্য- কল্যাণী, সৌরভ নন্দী- নরেন্দ্রপুর, সুদর্শনা মণ্ডল- সোনারপুর (৪৬৭)
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৩ মার্চ। শেষ হবে ৩০ মার্চ।
No comments:
Post a Comment