Nagraj Chandal shared बहुजन हिताए's photo.
বহিন মায়াবতীর রাজনৈতিক ধ্যান ধারনার পরিবর্তন না হলে বিএসপি জাতীয় ক্ষেত্রেতো নয়ই উত্তর প্রদেশেও বিলীন হয়ে যাবে। উত্তর প্রদেশের বিধানসভা এবং এই লোকসভা নির্বাচনে প্রমান হয়েছে যে মূলনিবাসীরা মায়াবতীর ব্যক্তিগত স্টাইল এবং বিএসপির রাজনৈতিক কর্মসূচীতে বিরক্ত। যে সামাজিক সংহতির প্রায়োগিক কৌশল মান্যবর কাশীরামজী বিএস পির হাতে তুলে দিয়েছিলেন। তার ভুল ব্যাখ্যা ও প্রয়োগের জন্য আজ এই হাল। উপরন্তু বিজেপি একই কৌশল ( Social Engineering) প্রয়োগ করে উত্তর প্রদেশের সর্বাধিক আসন লাভ করেছে এবং বহুজনের উত্থান সুনিশ্চিত করেছে। নির্বাচনে পর্যুদস্ত হয়ে মায়াবতী জী সাংবাদিক সম্মেলনে যে ভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সেটাও কোন দূরদৃষ্টি সম্পন্ন রাজনীতিবিদ করেন না।
রাজ্যে রাজ্যে বহু প্রতিভাশালী এবং প্রভাবশালী রাজনীতিবিদ বহিনজীর এই মনোভাবের জন্য বীতশ্রদ্ধ। কথা উঠছে যে উনি উচ্চশিক্ষিত ও ট্যালেন্টেড কর্মীদেরদের সহ্য করতে পারেন না। ইয়েস ম্যান পছন্দ করেন। রাজ্যে রাজ্যে অপদার্থদের ক্ষমতায় বসিয়ে নিজের মসনদ নিষ্কণ্টক রাখেন। প্রশ্ন উঠছে বিএসপির মহাসচিব পদে সতীশ মিশ্রর ভুমিকা নিয়েও। অনেকে মনে করছেন বিএস পির এই ভরা ডুবির কারণের জন্য বহিনজী নিজে এবং সতীশ মিশ্র দায়ী। সতীশ মিশ্রর ষড়যন্ত্র ও বহিনজীর বাস্তব বুদ্ধিহীনতার জন্যই বিএসপি পথে বসেছে।
রাজ্যে রাজ্যে বহু প্রতিভাশালী এবং প্রভাবশালী রাজনীতিবিদ বহিনজীর এই মনোভাবের জন্য বীতশ্রদ্ধ। কথা উঠছে যে উনি উচ্চশিক্ষিত ও ট্যালেন্টেড কর্মীদেরদের সহ্য করতে পারেন না। ইয়েস ম্যান পছন্দ করেন। রাজ্যে রাজ্যে অপদার্থদের ক্ষমতায় বসিয়ে নিজের মসনদ নিষ্কণ্টক রাখেন। প্রশ্ন উঠছে বিএসপির মহাসচিব পদে সতীশ মিশ্রর ভুমিকা নিয়েও। অনেকে মনে করছেন বিএস পির এই ভরা ডুবির কারণের জন্য বহিনজী নিজে এবং সতীশ মিশ্র দায়ী। সতীশ মিশ্রর ষড়যন্ত্র ও বহিনজীর বাস্তব বুদ্ধিহীনতার জন্যই বিএসপি পথে বসেছে।
मायावती अपने चुने हुए MPs को दावत देते हुए........
No comments:
Post a Comment