গুজরাটে লোকযুক্ত কাজ করলে মোদিকে কারাগারে যেতে হতো ॥ রাহুল
কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী বলেছেন, গুজরাটে লোকযুক্ত ও আরটিআই (রাইট টু ইনফরমেশন) কমিশনারদের যথাসময়ে নিয়োগ দেয়া হলে নরেন্দ্র মোদিকে কারাগারে যেতে হতো। খবর এনডিটিভি অনলাইনের।
রাহুল শনিবার ভবনগর লোকসভা নির্বাচনী এলাকার বোতাদ শহরে দেবগড় বাড়িয়ায় এক বিশাল জনসমাবেশে ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, এ রাজ্যে কোন লোকযুক্ত ও আরটিআই কমিশনার নেই। উচ্চ আদালত আরটিআই কমিশনারদের নিয়োগের জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল। ১০ কমিশনার নিয়োগ দেয়ার কথা। কিন্তু এখানে একজনও নেই। তিনি বলেন, অন্যান্য রাজ্যে লোকযুক্ত আছেন। কিন্তু গুজরাটে নেই। যে প্রতিষ্ঠানটি দুর্নীতি ধরবে যে প্রতিষ্ঠান এখানে নেই। কংগ্রেস সহসভাপতি মোদিকে সরাসরি আক্রমণ করে বলেন, যে দিন লোকযুক্ত দায়িত্বে আসবেন এবং যেদিন আরটিআই কমিশনারদের নিয়োগ দেয়া হবে সেদিনই আপনার চোকিদারিত্বের ইতি ঘটবে এবং কারাগারে যেতে হবে আপনাকে। মোদি নির্বাচনী প্রচার অভিযানে নিজেকে চোকিদার বলে অভিহিত করেন প্রায়ই এবং বলেন, নির্বাচনে বিজয়ী হলে দুর্নীতি উচ্ছেদ করবেন তিনি। দশ বছর ব্যবধানের পর ডিসেম্বর ২০১৩-এ গুজরাটে লোকযুক্ত নিয়োগ দেয়া হয়। মোদি তার জনসমাবেশে মিথ্যে কথা বলেন বলেও অভিযোগ করেন রাহুল। রাহুল বলেন, গুজরাটে জন্ম নিয়েছেন মহাত্মা গান্ধী। এই মহাত্মা সত্যানু-সান্ধানী ছিলেন সারাজীবন। অন্যদিকে মোদি সবসময় মিথ্যে অনুসন্ধানের চেষ্টা করেন এবং মিথ্যে বলেন। তিনি প্রতিদিন পাঁচ-ছয়টি মিথ্যে না বললে ঘুমোতে পারেন না।
রাহুল শনিবার ভবনগর লোকসভা নির্বাচনী এলাকার বোতাদ শহরে দেবগড় বাড়িয়ায় এক বিশাল জনসমাবেশে ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, এ রাজ্যে কোন লোকযুক্ত ও আরটিআই কমিশনার নেই। উচ্চ আদালত আরটিআই কমিশনারদের নিয়োগের জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল। ১০ কমিশনার নিয়োগ দেয়ার কথা। কিন্তু এখানে একজনও নেই। তিনি বলেন, অন্যান্য রাজ্যে লোকযুক্ত আছেন। কিন্তু গুজরাটে নেই। যে প্রতিষ্ঠানটি দুর্নীতি ধরবে যে প্রতিষ্ঠান এখানে নেই। কংগ্রেস সহসভাপতি মোদিকে সরাসরি আক্রমণ করে বলেন, যে দিন লোকযুক্ত দায়িত্বে আসবেন এবং যেদিন আরটিআই কমিশনারদের নিয়োগ দেয়া হবে সেদিনই আপনার চোকিদারিত্বের ইতি ঘটবে এবং কারাগারে যেতে হবে আপনাকে। মোদি নির্বাচনী প্রচার অভিযানে নিজেকে চোকিদার বলে অভিহিত করেন প্রায়ই এবং বলেন, নির্বাচনে বিজয়ী হলে দুর্নীতি উচ্ছেদ করবেন তিনি। দশ বছর ব্যবধানের পর ডিসেম্বর ২০১৩-এ গুজরাটে লোকযুক্ত নিয়োগ দেয়া হয়। মোদি তার জনসমাবেশে মিথ্যে কথা বলেন বলেও অভিযোগ করেন রাহুল। রাহুল বলেন, গুজরাটে জন্ম নিয়েছেন মহাত্মা গান্ধী। এই মহাত্মা সত্যানু-সান্ধানী ছিলেন সারাজীবন। অন্যদিকে মোদি সবসময় মিথ্যে অনুসন্ধানের চেষ্টা করেন এবং মিথ্যে বলেন। তিনি প্রতিদিন পাঁচ-ছয়টি মিথ্যে না বললে ঘুমোতে পারেন না।
No comments:
Post a Comment