Monday, April 28, 2014

আরো ৭ জন অপহূত ভালুকায় ২ শিক্ষক, টেকনাফে যুবলীগ নেতাসহ ২, কালিয়াকৈরে ২ ভাই ও রাঙ্গুনিয়ায় ১

আরো ৭ জন অপহূত

ভালুকায় ২ শিক্ষক, টেকনাফে যুবলীগ নেতাসহ ২, কালিয়াকৈরে ২ ভাই ও রাঙ্গুনিয়ায় ১

The Daily Ittefaq
দেশের বিভিন্নস্থানে আরো ৭ জনকে অপহরণ করা হয়েছে। ময়মনসিংহের ভালুকায় অস্ত্রধারীরা দুই শিক্ষককে তুলে নিয়ে গেছে বাড়ি থেকে। গাজীপুরের কালিয়াকৈরে পুলিশ পরিচয়ে অপহরণ করা হয়েছে দুই ভাইকে। কক্সবাজারের টেকনাফ উপজেলায় আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে স্থানীয় যুবলীগ নেতাসহ দুইজনকে অপহরণ করা হয়েছে। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কলেজ ছাত্রীকে অপহরণ করা হয়েছে।

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ভালুকায় রাতের আঁধারে ঘরের দরজা ভেঙে অস্ত্রেরমুখে এবার তুলে নিয়ে যাওয়া হলো দুই শিক্ষককে। ঘটনাটি ঘটেছে সোমবার ভোররাতে উপজেলার পাঁচগাও গ্রামে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোররাতে ওই গ্রামের আলহাজ্ব শামছুদ্দিন মুন্সীর বাড়িতে গিয়ে ৮/১০ জনের একটি অস্ত্রধারীদল দরজা খোলার জন্য ডাকাডাকি শুরু করে। দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে তার ছেলে স্থানীয় গণজাগরণ টিউটোরিয়াল কোচিং সেন্টারের প্রধান শিক্ষক কামাল হোসেন সবুজকে (৩৫) হাতকড়া পড়িয়ে নিয়ে যায়। পরে একই কায়দায় তার চাচাতো ভাই পাশের বাড়ির জয়নাল আবেদীনের ছেলে একই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক আবু বকর সিদ্দিক স্বপনকে (২৮) ঘর থেকে তুলে নিয়ে যায়। 

স্বপনের বাবা জয়নাল আবেদীন জানান, প্রথমে অস্ত্রধারী লোকজন দরজা ভেঙে আমার ছেলের ঘরে প্রবেশ করে এবং দরজা না খোলায় তাকে মারধর করে। পরে আমার ছেলেবউ রোমা আক্তার ও তিন বছর বয়সি নাতনী সারাকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বপনকে হাতকড়া লাগিয়ে নিয়ে যায়। এ সময় তার ছেলেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে জানতে চাইলে অস্ত্রধারী ব্যক্তিরা সকালে থানায় খোঁজ নেয়ার জন্য বলেন। তিনি আরো জানান, স্বপনকে নিয়ে যাওয়ার সময় অস্ত্রধারী লোকজন ভাতিজা সবুজসহ অপরিচিত অপর এক যুবককে হাতকড়া লাগিয়ে আমার বাড়িতে আসে। 

অপহূত সবুজের ছোটে ভাই রব্বানী জানান, তার ভাই সবুজ স্ত্রী রেশমা (২৫) মেয়ে সিথি (১২) ও শিশু ছেলে রাফিদকে নিয়ে ঘুমিয়ে ছিল। ভোররাতে অস্ত্রধারী কয়েকজন লোক দরজা ভেঙে ঘরে প্রবেশ করে এবং কিছু বুঝে উঠার আগেই ভাইকে হাতকড়া লাগিয়ে ঘর থেকে তুলে নিয়ে যায়। ভালুকা মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, এ 

ঘটনায় পৃথক দু'টি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং সে অনুযায়ী 

তদন্ত চলছে। এএসপি সার্কেল মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা জানান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুরে সংখ্যালঘু সহোদর দুই ভাইকে পুলিশ পরিচয়ে অপহরণ করে দুর্বৃত্তরা। অপহূতরা হলেনঃ কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকার মাধাই চন্দ্র মন্ডলের ছেলে কেদারী চন্দ্র মন্ডল ও তার ছোট ভাই ঝিলমোহন চন্দ্র মন্ডল। অপহূত কেদারী চন্দ্র মন্ডলের স্ত্রী পুষ্প রাণী ও পারিবারিক সূত্র জানায়, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ৭-৮ জনের একদল লোক নিজেদের পুলিশ পরিচয় দিয়ে কেদারী চন্দ্র মন্ডলের ঘরের দরজা খুলতে বলেন। এসময়ে ঘরের দরজা না খোলায় দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে কেদারী চন্দ্র মন্ডলকে (৬০) জোর পূর্বক ধরে নিয়ে গাড়িতে তোলে। একই সময়ে পাশের ঘর থেকে তার ছোট ভাই ঝিলমোহন চন্দ্র মন্ডলকেও (৫৫) একই কায়দায় গাড়িতে তুলে নিয়ে যায়। অপহরণকারীরা একটি কালো রঙের প্রাইভেটকার ও একটি মাইক্রোবাসে করে পালিয়ে যায়। অপহূতদের সাথে পারিবারিক বা ব্যক্তিগত কারো সাথে শত্রুতা না থাকলেও স্থানীয় একটি বড় কারখানার দালালচক্রের নিকট জমি বিক্রি না করার কারণে এমন ঘটনা ঘটতে পারে বলে দাবি স্বজনদের। গতকাল রাত ১০টার দিকে কালিয়াকৈর-নবীনগর সড়কের বাড়ইপাড়া থেকে পুলিশ তাদের উদ্ধার করে।

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা জানান, কক্সবাজারের টেকনাফে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে যুবলীগ নেতাসহ দুইজনকে শনিবার অপহরণ করে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। অপহূতরা হলেনঃ টেকনাফ পৌর এলাকার জালিয়াপাড়ার মৃত ছৈয়দ আহম্মদের ছেলে নুর মোহাম্মদ ও একই এলাকার মৃত দলিলুর রহমানের ছেলে মোঃ সালমান। অপহূত নুর মোহাম্মদ টেকনাফ পৌর যুবলীগের ৭ ওয়ার্ডের সভাপতি। পারিবারিক সূত্র জানায়, শনিবার সাড়ে ১০টার দিকে ১০-১২ জনের একদল দুর্বৃত্ত একটি কালো রঙের প্রাইভেটকার ও একটি মাইক্রোবাসে করে নিজেদের আইন-শৃঙ্খলা বাহিনীর লোক পরিচয় দিয়ে টেকনাফ পৌর এলাকার লামার বাজারের ব্রিজের উপর থেকে তাদের দুজনকে জোরপূর্বক ধরে গাড়িতে তুলে নিয়ে যায়। গত তিন ধরে তাদের কোন খোঁজ নেই।

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, রাঙ্গুনিয়ায় বখাটে যুবক কর্তৃক অপহরণ করা হয়েছে কলেজগামী এক ছাত্রীকে। গতকাল সোমবার সকাল ১০ টার সময় চট্টগ্রাম কাপ্তাই সড়কের সত্যপীর মাজারের নিকটে এই অপহরণের ঘটনা ঘটে। সেলিনা কাদের চৌধুরী ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্রী তসলীমা আক্তার (১৭) কলেজে যাওয়ার সময় কয়েকজন সহযোগীর সহায়তায় রাঙ্গুনিয়া উপজেলার কাদেরনগর গ্রামের মোহাম্মদ সাইফুল (২৫) তাকে জোরপূর্বক সিএনজি বেবীটেক্সিতে তুলে অপহরণ করে নিয়ে যায়। অপহূত ছাত্রী রাউজান উপজেলার ইয়াসিন নগর গ্রামের রশিদ আহমদের মেয়ে। অপহরণের ঘটনার ব্যাপারে অপহূতার মা রাঙ্গুনিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

No comments:

Post a Comment