লাগাতার আক্রমণেও প্রিয়াঙ্কা অবিচল
এই সময়, নয়াদিল্লি ও কলকাতা: বিজেপির লাগাতার আক্রমণের মুখেও প্রিয়াঙ্কা গান্ধী শান্তই৷ রবার্ট ভাদরা নিয়ে ভিডিয়ো ও নথিপত্র প্রকাশ বা ব্যক্তি আক্রমণে তাঁর প্রতিক্রিয়া, 'আমি ভয় পাই না৷ ওদের যা করার করতে পারে৷ এরকম নেতিবাচক, লজ্জাজনক প্রচার আরও হবে৷ আমি অপেক্ষা করছি৷'
তবে বিজেপি নাছোড়৷ সোমবারও অরুণ জেটলি বা নির্মলা সীতারামনদের লক্ষ্য ছিলেন প্রিয়াঙ্কা৷ বিজেপি সূত্রে খবর, রায়বেরিলি ও আমেঠিতে প্রিয়াঙ্কা যে ভাবে প্রচারের অভিমুখ তাঁর দিকে ঘুরিয়ে দিতে পেরেছেন, সেটা থামাতেই রবার্ট প্রসঙ্গ তোলা হচ্ছে৷ উদ্দেশ্য একটাই, প্রিয়াঙ্কার কথা যাতে লোকের বিশ্বাসযোগ্য মনে না হয়৷ লোকের যেন মনে হয়, নিজেকে বাঁচাতেই মোদীকে এ ভাবে বিঁধছেন রাহুল গান্ধীর বোন, যাঁর মধ্যে ইন্দিরা গান্ধীর ছায়া দেখেন অনেক কংগ্রেসি৷ তাই গোড়াতেই বিরোধী শিবিরের অন্যতম অস্ত্র ভোঁতা করে দিতে চাইছে বিজেপি৷
অরুণ জেটলি তাঁর 'পোল ডায়েরি'-তে প্রিয়াঙ্কাকে আগাগোড়া 'মিসেস ভাদরা' বলে সম্বোধন করেছেন৷ জেটলি বলেছেন, 'তিনি নির্বাচনী প্রচারের মান নীচে নামিয়েছেন৷' প্রিয়ঙ্কা বিজেপি ও মোদীকে ভীত-সন্ত্রস্ত ইঁদুরের সঙ্গে তুলনা করেছিলেন৷ সেই প্রসঙ্গ তুলে জেটলির অভিযোগ, 'তীক্ষ্ম সমালোচনাও অনেক ভদ্র ভাবে করা যায়৷ ভাদরারা ঠিকই বলেছেন, তাঁরা কাউকে ডরান না৷ তাঁদের শুধু আইনের থেকে ভয় পেতে হবে৷ ভাদরারা যত উপরেই থাকুন, আইন তাঁদেরও উপরে৷ যত ধনীই হোন, যত বিখ্যাতই হোন বা যত সম্পর্কই থাক, আইন কাউকেই ছাড়ে না৷ যদি আমার পরিবারের কোনও সদস্য আমার বিরোধীকে ভীতসন্ত্রস্ত ইঁদুরের সঙ্গে তুলনা করতেন, তা হলে আমি কিন্ত্ত উদ্বিগ্ন বোধ করতাম৷'
বিজেপি নেতা প্রকাশ জাওড়েকরের টুইট, 'গতবার কংগ্রেস উত্তর প্রদেশে ২২টি আসনে জিতেছিল৷ এ বার প্রিয়াঙ্কার চেষ্টা সত্ত্বেও দু'টিতে জিতবে না৷ কী অবাক করা পতন!' নির্মলা সীতারামনের দাবি, 'ভাদরা নিয়ে কংগ্রেস সভানেত্রী ও সহ-সভপতিকে জবাব দিতে হবে৷ কারণ, রাজস্থান ও হরিয়ানায় জমি কেলেঙ্কারি করেছেন ভাদরা৷ রাজস্থানে লোক এর জন্য কংগ্রেসকে শাস্তি দিয়েছেন৷ হরিয়ানাতেও দেবে৷'
প্রিয়ঙ্কার জবাব, 'আমার কাছে এ সব প্রত্যাশিতই ছিল৷ জানতাম ওরা মিথ্যা অভিযোগ করেই যাবে৷' কংগ্রেস নেতারা পাল্টা দু'টি যুক্তি দিচ্ছেন৷ রণদীপ সূরযেওয়ালার প্রশ্ন, 'রাজস্থানে তো কয়েকমাস ধরে বিজেপি ক্ষমতায়৷ তারা কেন এত দিনে রবার্ট ভাদরার বিরুদ্ধে কোনও প্রমাণ সামনে আনতে পারল না৷ তদন্তও হল না?' কংগ্রেসের অন্যতম নেতা মিম আফজলের ব্যাখ্যা, 'প্রিয়াঙ্কার প্রচারে বিজেপি ভয় পেয়েছে৷'
কলকাতায় কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা বলেন, 'রবার্ট ভাদরা কেন্দ্র, হরিয়ানা বা রাজস্থান সরকারের থেকে কোনও সুবিধা নেননি৷ ভাদরাকে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে৷ কারণ, তিনি প্রিয়াঙ্কার স্বামী৷' তাঁর পাল্টা প্রশ্ন, 'এত দিন ওঁরা ভাদরার বিরুদ্ধে কোনও এফআইআর করেননি কেন?'
কেন বিজেপি নেতৃত্ব হঠাত্ রবার্ট ভাদরাকে টার্গেট করেছে, তার ব্যাখ্যায় শর্মা বলেন, 'নরেন্দ্র মোদীর তথাকথিত গুজরাট মডেলের উন্নয়ন-সহ মোদী হাওয়া নিয়ে প্রধানমন্ত্রী, সনিয়া গান্ধী আক্রমণ করায় বিজেপি নেতৃত্ব নার্ভাস হয়ে ব্যক্তিগত আক্রমণ করছেন৷' ফোন ট্যাপিং প্রসঙ্গ তুলে তাঁর কটাক্ষ, 'মোদী পুলিশ-রাষ্ট্র তৈরি করতে চাইছেন৷' শর্মার প্রশ্ন, 'প্রচারের জন্য বিজেপি ১০ হাজার কোটি টাকার বেশি খরচ করছে৷ কোথা থেকে এই টাকা আসছে?'
তবে বিজেপি নাছোড়৷ সোমবারও অরুণ জেটলি বা নির্মলা সীতারামনদের লক্ষ্য ছিলেন প্রিয়াঙ্কা৷ বিজেপি সূত্রে খবর, রায়বেরিলি ও আমেঠিতে প্রিয়াঙ্কা যে ভাবে প্রচারের অভিমুখ তাঁর দিকে ঘুরিয়ে দিতে পেরেছেন, সেটা থামাতেই রবার্ট প্রসঙ্গ তোলা হচ্ছে৷ উদ্দেশ্য একটাই, প্রিয়াঙ্কার কথা যাতে লোকের বিশ্বাসযোগ্য মনে না হয়৷ লোকের যেন মনে হয়, নিজেকে বাঁচাতেই মোদীকে এ ভাবে বিঁধছেন রাহুল গান্ধীর বোন, যাঁর মধ্যে ইন্দিরা গান্ধীর ছায়া দেখেন অনেক কংগ্রেসি৷ তাই গোড়াতেই বিরোধী শিবিরের অন্যতম অস্ত্র ভোঁতা করে দিতে চাইছে বিজেপি৷
অরুণ জেটলি তাঁর 'পোল ডায়েরি'-তে প্রিয়াঙ্কাকে আগাগোড়া 'মিসেস ভাদরা' বলে সম্বোধন করেছেন৷ জেটলি বলেছেন, 'তিনি নির্বাচনী প্রচারের মান নীচে নামিয়েছেন৷' প্রিয়ঙ্কা বিজেপি ও মোদীকে ভীত-সন্ত্রস্ত ইঁদুরের সঙ্গে তুলনা করেছিলেন৷ সেই প্রসঙ্গ তুলে জেটলির অভিযোগ, 'তীক্ষ্ম সমালোচনাও অনেক ভদ্র ভাবে করা যায়৷ ভাদরারা ঠিকই বলেছেন, তাঁরা কাউকে ডরান না৷ তাঁদের শুধু আইনের থেকে ভয় পেতে হবে৷ ভাদরারা যত উপরেই থাকুন, আইন তাঁদেরও উপরে৷ যত ধনীই হোন, যত বিখ্যাতই হোন বা যত সম্পর্কই থাক, আইন কাউকেই ছাড়ে না৷ যদি আমার পরিবারের কোনও সদস্য আমার বিরোধীকে ভীতসন্ত্রস্ত ইঁদুরের সঙ্গে তুলনা করতেন, তা হলে আমি কিন্ত্ত উদ্বিগ্ন বোধ করতাম৷'
বিজেপি নেতা প্রকাশ জাওড়েকরের টুইট, 'গতবার কংগ্রেস উত্তর প্রদেশে ২২টি আসনে জিতেছিল৷ এ বার প্রিয়াঙ্কার চেষ্টা সত্ত্বেও দু'টিতে জিতবে না৷ কী অবাক করা পতন!' নির্মলা সীতারামনের দাবি, 'ভাদরা নিয়ে কংগ্রেস সভানেত্রী ও সহ-সভপতিকে জবাব দিতে হবে৷ কারণ, রাজস্থান ও হরিয়ানায় জমি কেলেঙ্কারি করেছেন ভাদরা৷ রাজস্থানে লোক এর জন্য কংগ্রেসকে শাস্তি দিয়েছেন৷ হরিয়ানাতেও দেবে৷'
প্রিয়ঙ্কার জবাব, 'আমার কাছে এ সব প্রত্যাশিতই ছিল৷ জানতাম ওরা মিথ্যা অভিযোগ করেই যাবে৷' কংগ্রেস নেতারা পাল্টা দু'টি যুক্তি দিচ্ছেন৷ রণদীপ সূরযেওয়ালার প্রশ্ন, 'রাজস্থানে তো কয়েকমাস ধরে বিজেপি ক্ষমতায়৷ তারা কেন এত দিনে রবার্ট ভাদরার বিরুদ্ধে কোনও প্রমাণ সামনে আনতে পারল না৷ তদন্তও হল না?' কংগ্রেসের অন্যতম নেতা মিম আফজলের ব্যাখ্যা, 'প্রিয়াঙ্কার প্রচারে বিজেপি ভয় পেয়েছে৷'
কলকাতায় কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা বলেন, 'রবার্ট ভাদরা কেন্দ্র, হরিয়ানা বা রাজস্থান সরকারের থেকে কোনও সুবিধা নেননি৷ ভাদরাকে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে৷ কারণ, তিনি প্রিয়াঙ্কার স্বামী৷' তাঁর পাল্টা প্রশ্ন, 'এত দিন ওঁরা ভাদরার বিরুদ্ধে কোনও এফআইআর করেননি কেন?'
কেন বিজেপি নেতৃত্ব হঠাত্ রবার্ট ভাদরাকে টার্গেট করেছে, তার ব্যাখ্যায় শর্মা বলেন, 'নরেন্দ্র মোদীর তথাকথিত গুজরাট মডেলের উন্নয়ন-সহ মোদী হাওয়া নিয়ে প্রধানমন্ত্রী, সনিয়া গান্ধী আক্রমণ করায় বিজেপি নেতৃত্ব নার্ভাস হয়ে ব্যক্তিগত আক্রমণ করছেন৷' ফোন ট্যাপিং প্রসঙ্গ তুলে তাঁর কটাক্ষ, 'মোদী পুলিশ-রাষ্ট্র তৈরি করতে চাইছেন৷' শর্মার প্রশ্ন, 'প্রচারের জন্য বিজেপি ১০ হাজার কোটি টাকার বেশি খরচ করছে৷ কোথা থেকে এই টাকা আসছে?'
No comments:
Post a Comment