এবার পুলিশের নোটিশ সুজনকে, হাজিরা দেবেন না তিনিও
এই সময় ডিজিটাল ডেস্ক: গৌতম দেবের পর এবার থানায় তলব করা হল সুজন চক্রবর্তীকে। এক বছর পুরনো একটি মামলায় তাঁকে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা তলব করেছে বলে জানা গিয়েছে। এদিন দুই নেতাই জানিয়েদেন, নির্বাচন চলাকালীন তাঁরা হাজিরা দেবেন না। আইনজীবী মারফত্ ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় চিঠিও পাঠিয়ে দিয়েছেন গৌতম দেব।
মঙ্গলবার রাতে গৌতম দেবের বাড়ি গিয়ে থানায় হাজিরার নোটিশ দিয়ে এসেছিল পুলিশ। এর পর এদিন সুজন চক্রবর্তীর বাড়িতে নোটিশ ঝোলালো ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা। বৃহস্পতিবার থানায় উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ।
এ ব্যাপারে প্রশ্ন করা হলে সুজনবাবু জানান, এ মাধ্যমে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার চেষ্টা চলছে। তিনি বলেন এক বছর আগের ১০২ নম্বর মামলায় তাঁকে তলব করা হয়েছে।
তবে তিনি কি বৃহস্পতিবার থানায় হাজিরা দেবেন? এ ক্ষেত্রে গৌতম দেবের পথেই হাঁটলেন তিনি। সাফ জানিয়ে দিলেন নির্বাচন চলাকালীন থানায় হাজিরা দেবেন না তিনি। বলেন, 'আমি কাল যাব না। ১৭ তারিখ নির্বাচিত সাংসদ হিসেবে থানায় গিয়ে চা-মিষ্টি খেয়ে আসব।' তাঁকে হয়রান করার জন্য ডাকা হয়েছে বলে জানিয়েছেন সুজন চক্রবর্তী।
মঙ্গলবার রাতে গৌতম দেবের বাড়ি গিয়ে থানায় হাজিরার নোটিশ দিয়ে এসেছিল পুলিশ। এর পর এদিন সুজন চক্রবর্তীর বাড়িতে নোটিশ ঝোলালো ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা। বৃহস্পতিবার থানায় উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ।
এ ব্যাপারে প্রশ্ন করা হলে সুজনবাবু জানান, এ মাধ্যমে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার চেষ্টা চলছে। তিনি বলেন এক বছর আগের ১০২ নম্বর মামলায় তাঁকে তলব করা হয়েছে।
তবে তিনি কি বৃহস্পতিবার থানায় হাজিরা দেবেন? এ ক্ষেত্রে গৌতম দেবের পথেই হাঁটলেন তিনি। সাফ জানিয়ে দিলেন নির্বাচন চলাকালীন থানায় হাজিরা দেবেন না তিনি। বলেন, 'আমি কাল যাব না। ১৭ তারিখ নির্বাচিত সাংসদ হিসেবে থানায় গিয়ে চা-মিষ্টি খেয়ে আসব।' তাঁকে হয়রান করার জন্য ডাকা হয়েছে বলে জানিয়েছেন সুজন চক্রবর্তী।
No comments:
Post a Comment