'হানিমুনে'র জেরে গ্রেপ্তার হতে পারেন রামদেব
এই সময় ডিজিটাল ডেস্ক, আগ্রা: আগেই নির্বাচন কমিশনের কড়া নজরের আওতায় ছিলেন বাবা রামদেব। এবার কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী সম্পর্কে বিতর্কিত মন্তব্য করায় গ্রেপ্তার হতে পারেন এই যোগগুরু। তিনি বলেছিলেন, 'দলিত গ্রামগুলিতে রাহুল পিকনিক ও মধুচন্দ্রিমা করতে যান'। এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য পড়ে যায়। বিভিন্ন মহল থেকে তাঁকে গ্রেপ্তার করার দাবি ওঠে। বিতর্কিত মন্তব্যের জেরে তাঁর বিরুদ্ধে তফসিলি-উপজাতি ধারা জারি করে হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে হিমাচল প্রদেশে ও অমেঠিতে তাঁকে বিজেপির হয়ে প্রচার করতে নিষেধ করা হয়েছে।
রবিবার বিকেলে গোরক্ষপুরে ও সোমবার পাটনা ও আগ্রায় যোগগুরু রামদেবের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
যদিও রামদেবের বক্তব্য, রাহুল গান্ধী সম্পর্কে যা তিনি বলেছেন, তা বিকৃত করা হয়েছে। তিনি বলেন, আমি দলিতদের অপমান করতে চাইনি। রাহুলকেও অপমান করতে চাইনি। আমার মন্তব্য যদি দলিতদের আঘাত করে থাকে, তবে আমি দুঃখিত।
আগ্রায় রামদেবের মন্তব্যে সায় দেওয়ায় বিজেপি মুখপাত্র শাহনওয়াজ হুসেনের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে।
রবিবার বিকেলে গোরক্ষপুরে ও সোমবার পাটনা ও আগ্রায় যোগগুরু রামদেবের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
যদিও রামদেবের বক্তব্য, রাহুল গান্ধী সম্পর্কে যা তিনি বলেছেন, তা বিকৃত করা হয়েছে। তিনি বলেন, আমি দলিতদের অপমান করতে চাইনি। রাহুলকেও অপমান করতে চাইনি। আমার মন্তব্য যদি দলিতদের আঘাত করে থাকে, তবে আমি দুঃখিত।
আগ্রায় রামদেবের মন্তব্যে সায় দেওয়ায় বিজেপি মুখপাত্র শাহনওয়াজ হুসেনের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে।
No comments:
Post a Comment