Wednesday, April 30, 2014

সন্দেশখালিতে বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্য আক্রান্ত

সন্দেশখালিতে বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্য আক্রান্ত
এই সময়, বারাসত: প্রচারে বেরিয়ে এক নির্যাতিতা কিশোরীর বাড়ি যাওয়ার পথে বুধবার সন্দেশখালিতে আক্রান্ত হলেন বসিরহাটের বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্য৷ স্থানীয় লোকজনের চেষ্টায় তাঁকে উদ্ধার করা গেলেও দুষ্কৃতীদের হামলায় ১৫ জন বিজেপি কর্মী জখম হন৷ তাঁদের মধ্যে তিন জন হাসপাতালে ভর্তি৷ শমীকবাবুর অভিযোগ, ওই দুষ্কৃতীরা তৃণমূল আশ্রিত৷ তাঁর গাড়িও ভাঙচুর করা হয়৷ যদিও তৃণমূল নেতারা অভিযোগ অস্বীকার করেছেন৷ উল্টে তৃণমূল নেতা এবং খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক নির্বাচন কমিশনে অভিযোগ করেন, শমীকবাবুর নেতৃত্বে বিজেপির লোকজন তৃণমূল সমর্থকদের উপর হামলা করেছে৷ 

গত সোমবার রাতে বেড়মজুর ২ পঞ্চায়েতে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়৷ ডাকাতরা পর্যাপ্ত টাকা না-পেয়ে ওই বাড়ির এক কিশোরীকে তুলে নিয়ে যায়৷ পরে এলাকার লোকজন খোঁজ করে ঘণ্টাখানেক পর একটি ধানখেত থেকে প্রায় বিবস্ত্র অবস্থায় দশম শ্রেণির ওই ছাত্রীকে উদ্ধার করেন৷ সে এখন বসিরহাট হাসপাতালে ভর্তি৷ বুধবার বেলা ১১টা নাগাদ শমীকবাবু দলের কয়েক জন কর্মীকে নিয়ে ওই ছাত্রীর বাড়ির উদ্দেশে রওনা হন৷ ধুপখালির কাছে এলাকার কয়েক জন লোক শমীকবাবুদের গাড়ি দাঁড় করিয়ে বলে, গ্রামে উত্তেজনা আছে, সেখানে যাওয়া যাবে না৷ তাতে কান না দিয়ে এগিয়ে গেলে ওই লোকেরা শমীকবাবুর গাড়ির উপর চড়াও হয়৷ গাড়ি ভাঙচুর করা হয়৷ বাধা দেওয়ায় লাঠি, রড ইত্যাদি নিয়ে তারা বিজেপি সমর্থকদের আক্রমণ করে৷ শমীকবাবু জানান, ব্লক তৃণমূল নেতা শেখ শাজাহানের নেতৃত্বে ওই হামলা হয়৷ পরে তাঁরা থানায় লিখিত অভিযোগ জানান৷ শেখ সাজাহানের অভিযোগ, ধর্ষণ নিয়ে রাজনীতি করতে এসেছিল বিজেপি৷ এলাকার লোকজন তা রুখে দিয়েছে৷ এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই৷ 

No comments:

Post a Comment