Tuesday, April 29, 2014

রাতের কলকাতায় কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

রাতের কলকাতায় কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

rape
এই সময়: ফের খাস কলকাতায় ধর্ষণের অভিযোগ৷ এ বার এই নির্যাতনের শিকার এক কলেজ ছাত্রী৷

সোমবার রাত সাড়ে ন'টা নাগাদ বিদ্যাসাগর কলেজের প্রথম বর্ষের এক ছাত্রীকে রাস্তার মধ্যেই ধর্ষণ করা হয় বলে অভিযোগ৷ এই ঘটনাকে কেন্দ্র করে ফের রাতের কলকাতায় মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে৷ রাতের কলকাতায় পুলিশের টহলদারি ব্যবস্থাও ফের বড়সড় প্রশ্নচিহ্নের মুখে৷

পুলিশকে ওই কলেজ ছাত্রী জানিয়েছেন, সোমবার রাত সাড়ে ন'টা নাগাদ তিনি বাগমারির এক আত্মীয়ের বাড়ি থেকে খাবার নিয়ে ফিরছিলেন৷ বিবেকানন্দ রোড এবং বিধান সরণির সংযোগস্থলে এক মাঝবয়সি ব্যক্তি হঠাত্‍-ই 'এই মেয়ে, এই মেয়ে' বলে ডাকতে থাকে৷ ওই ব্যক্তি কলেজ ছাত্রীকে জানায়, তাঁর নাম তাপস৷ এবং তিনি মেডিক্যাল কলেজের গাইনোকোলজিস্ট৷ তাঁর বাবা-মাকেও তিনি চেনেন বলে কলেজ ছাত্রীর কাছে দাবি করে ওই ব্যক্তি৷ অভিযোগ, এর পরই বিভিন্ন কথায় ভুলিয়ে সেই কলেজ ছাত্রীকে বিধান সরণির কাছে 'চাচার দোকান' সংলগ্ন একটি গলির ভিতর নিয়ে গিয়ে সাত থেকে আট বার ধর্ষণ করে সে৷ চিত্‍কার করা সত্ত্বেও আশপাশের বাড়ি থেকে কেউ তাঁকে সাহায্য করতে বেরিয়ে আসেনি বলে পুলিশকে জানিয়েছেন নির্যাতিতা ছাত্রী৷

পুলিশ তল্লাশি শুরু করেছে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে৷ নির্যাতিতা ছাত্রীর মেডিক্যাল টেস্টও করা হয়েছে৷ যদিও হাসপাতাল সূত্রে পুলিশকে জানানো হয়েছে, মেডিক্যাল টেস্টে ধর্ষণের কোনও প্রমাণ পাওয়া যায়নি৷

জানা গিয়েছে, ওই ছাত্রীর বাড়ি বাগনানে৷ কিন্ত্ত কলকাতার কলেজে পড়ার কারণে তিনি বিবেকানন্দ রোডের একটি বাড়িতে 'পেয়িং গেস্ট' হিসেবে থাকেন৷ সোমবার রাত তিনটে নাগাদ বান্ধবীদের সঙ্গে আমহার্স্ট স্ট্রিট থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা৷ তিনি পুলিশকে নিজের বয়স ১৭ বলে জানালেও, তিনি নাবালিকা কি না, তা খতিয়ে দেখছে তারা৷ ওই ছাত্রীর সঙ্গে অভিযুক্তের পূর্বপরিচয় আছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে৷

স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, বিধান সরণির কাছে একটি গলিতে রাত সাড়ে ন'টায় যখন এই ঘটনা ঘটছে, তখন পুলিশ কোথায় ছিল৷ কী ভাবেই বা এলাকার মানুষের বিষয়টি চোখ এড়িয়ে গেল৷ কারণ, রাত সাড়ে ন'টা নাগাদ ওই গলি দিয়ে লোকজন সাধারণত যাতায়াত করেন৷ নির্যাতিতা ছাত্রীর অভিভাবকদের কাছে খবর পাঠানো হয়েছে৷ পুলিশ সোমবার রাতেই শহরের বিভিন্ন মেডিক্যাল কলেজে খোঁজ নিয়েছে৷ তবে তাপস নামে কোনও গাইনোকোলজিস্টের খোঁজ মেলেনি৷

এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে রামমোহন সরণি অবরোধ করে আইসা৷ প্রায় চল্লিশ মিনিট অবরোধ চলার পর পুলিশ অবরোধ তুলে দেয়৷

No comments:

Post a Comment