Wednesday, April 30, 2014

বিদেশি ব্যাঙ্কে অ্যাকাউন্টধারীদের তালিকা দিল কেন্দ্র

বিদেশি ব্যাঙ্কে অ্যাকাউন্টধারীদের তালিকা দিল কেন্দ্র

SC
নয়াদিল্লি: বিদেশি ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে, ভোটের মধ্যেই এমন ২৬ জনের নাম সুপ্রিম কোর্টে জমা দিল কেন্দ্র৷ যাঁদের নাম জমা দেওয়া হয়েছে, তাঁদের অ্যাকাউন্ট রয়েছে লিখটেনস্টাইনের একটি ব্যাঙ্কে৷

বিদেশি ব্যাঙ্কে গচ্ছিত কালো টাকা ফিরিয়ে আনার দাবিতে সরব বিজেপি৷ এ নিয়ে ভোটযুদ্ধে তারা সরকারের উপর চাপ বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ ঘটনা হল, ২০০৯ সালেই ওই নামগুলি জার্মানির তরফে ভারত সরকারকে জানানো হয়েছিল৷ সেগুলি আদালতে জমা দিতে গড়িমসি করার জন্য গত ২২ এপ্রিল কেন্দ্রীয় সরকারকে ভত্‍র্‌সনাও করেছিল সর্বোচ্চ আদালত৷

কেন্দ্র জানিয়েছে, ওই ২৬ জনের মধ্যে ১৮ জনের ক্ষেত্রে আয়কর সংক্রান্ত তদন্ত শেষ হয়ে গিয়েছে৷ তাঁদের নামও প্রকাশ করে দেওয়া হয়েছে৷ বাকি ছ'জনের পরিচয় অবশ্য মুখবন্ধ খামে করেই আদালতে পেশ করা হয়েছে৷ যাঁদের নাম প্রকাশিত হয়েছে, তাঁদের ৫ জনই ধুপেলিয়া পরিবারভুক্ত৷ তাঁরা আমব্রুনোভা ট্রাস্টের সদস্য৷ মনিচি ট্রাস্ট থেকে রয়েছেন ৪ জন৷ রুশিভা ট্রাস্টের ৪ জনের নামও প্রকাশ পেয়েছে৷ ওয়েবস্টার ফাউন্ডেশনের কেএম মাম্মেনের নামও ওই তালিকায় রয়েছে৷ পাশাপাশি, শেয়ার দালাল হর্ষদ মেহতার নাম সামনে এলেও, তদন্ত চলাকালীন তাঁর মৃত্যু হয়৷ কেন্দ্রীয় সরকারের দেওয়া নথি নিয়ে আলোচনা এবং সংশ্লিষ্ট মামলার পরবর্তী শুনানি বৃহস্পতিবার হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট৷

গত ২২ এপ্রিল শীর্ষ আদালত কেন্দ্রকে জানায়, সরকার যাতে লিখস্টেনটাইন ব্যাঙ্কের অ্যাকাউন্ট হোল্ডারদের নাম আদালতকে জানানোর জন্য ২০১১ সালের ৪ জুলাই কেন্দ্রীয় সরকারকে 'সুস্পষ্ট নির্দেশ' দেওয়া হয়েছিল৷ কিন্ত্ত গত তিনবছর ধরে ওই নির্দেশটিকে ঠান্ডাঘরে ফেলে রাখা হয়েছে৷ রাজস্ব সচিবের সঙ্গে কথাবার্তা বলে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য ওই দিনই কেন্দ্রের সলিসিটর জেনারেলকে নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত৷ -সংবাদসংস্থা

No comments:

Post a Comment