জুতোর গ্যারান্টি হাজার বছর!
যুগান্তর ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল, ২০১৪
পথ চলতে চলতে হঠাৎ পায়ের জুতাটি ছিঁড়ে গেলে বিড়ম্বনায় শেষ থাকে না। আশপাশে যদি কোনো মুচির দোনান না থাকে তাহলে তো কথাই নেই; জানটাই একেবারে কেরোসিন! এক্ষেত্রে মেয়েদের অবস্থা হয় আরও বিব্রতকর। তবে এমন কঠিন পরিস্থিতি দূর করতে বাজারে আসছে নতুন একটি জুতা। ব্রিটেনের এক সু ডিজাইনার এমন একটি জুতা তৈরি করেছেন যে জুতাটি ছিঁড়বে না, নষ্ট হবে না। বার্মিংহামের ক্রিস শোলিজ নামের একটি সু কোম্পানি স্টেইনলেস স্টিল, সিলিকন লেইনারস ও খাটি রুপা দিয়ে জুতাটি তৈরি করেছে। যেটি হাজার বছর টিকবে। দাম পড়বে এক হাজার পাউন্ড। ক্রিস শোলিজের দাবি, এ হাইহিলটি ক্রয় করা হবে জীবনের একটি বড় বিনিয়োগ। কারণ এটি কেনার পর তার জীবনে আর কোনো জুতা কেনার প্রয়োজন পড়েবে না। তাদের দাবি, স্টিলের মতো শক্ত ধাতু দিয়ে জুতাটি তৈরি হলেও এটি হবে বিশ্বের সবচেয়ে আরামদায়ক জুতা। এছাড়া কোম্পানি ১০০০ বছর পর্যন্ত এর সর্ভিস দেবে। ডেইলি মেইল।
No comments:
Post a Comment