Wednesday, April 30, 2014

ছেলেমানুষী করছেন কেন? মোদিকে প্রিয়াঙ্কা

ছেলেমানুষী করছেন কেন?
মোদিকে প্রিয়াঙ্কা
‘শাহজাদা’ বলে রাহুল গান্ধীকে প্রায়ই ব্যঙ্গ-বিদ্রপ করেন নরেন্দ্র মোদি। সোমবার এক সভায় তাঁকে ‘নমুনা’ বলেন। বলেন, কংগ্রেসের সহ-সভাপতির বক্তব্য এতই হাস্যকর যে জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার শো বন্ধ হয়ে যাবে। দাদার বিরুদ্ধে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থীর এমন অপমানজনক মন্তব্যের পর আজ ঘুরে দাঁড়ালেন বোন প্রিয়াঙ্কা। রাহুলের কেন্দ্র আমেথির এক জনসভায় মোদির আচরণকে ‘ছেলেমানুষি’ বলে পাল্টাআক্রমণ করলেন। আমেথির ডিব এলাকায় আজ এক বিশাল জনসভায় মোদির নাম না করে প্রিয়াঙ্কা বলেন, তিনি তো প্রধানমন্ত্রী পদপ্রার্থী। এমন ছেলেমানুষি তাঁকে সাজে না। সামান্যতম মর্যাদাবোধ থাকা উচিত। প্রিয়াঙ্কা বলেন, ‘কখনও ওরা (বিজেপি) আমার দাদাকে ‘শাহজাদা’ বলে, কখনও ‘নমুনা’। কখনও আবার এক কৌতুকাভিনেতার সঙ্গে তুলনা করে। একসময়ে আমার বাবা রাজীব গান্ধী দেশে কম্পিউটার আনতে চেয়ে কী বিরোধিতার মুখেই না পড়েছিলেন! তাঁকে ‘কম্পিউটার বয়’ পর্যন্ত বলেছিল বিজেপি। এখন আমার দাদার পেছনে উঠেপড়ে লেগেছে ওরা।’ দাদাকে জেতাতে কোন কসুরই করছেন না প্রিয়াঙ্কা। এদিনের জমায়েতে বহু বয়ঃজ্যেষ্ঠ মানুষের উদ্দেশে তাঁর উক্তি, আমার বাবা একসময়ে আপনাদের সাংসদ ছিলেন। তাঁকে তো চিনতেন। জানতেন তো কত ভাল মানুষ ছিলেন উনি। আমেথির জন্য কত উন্নয়ন করেছিলেন। কত দূরদৃষ্টি ছিল ওঁর। আমার দাদা রাহুলও একই রকম। ২০০২-এ আমেথিতে ‘রাজীব গান্ধী মহিলা উন্নয়ন প্রকল্প’ চালু করেছিলাম। রাহুলের উদ্যোগে আজ রাজ্যের ১২ লাখ মহিলা সেখান থেকে লাভবান হচ্ছেন। আবার তাঁরই উদ্যোগে আমেথিতে দুধের উৎপাদনে বিপ্লব ঘটেছে। আজ আমেথি থেকে দুধ যাচ্ছে সারাদেশে। ৩০টি ঠা-াঘর চালু করেছেন রাহুল। আমেথির সঙ্গে সারাদেশের সংযোগ ঘটাতে ৭টা জাতীয় সড়ক তৈরি করেছেন। এছাড়া এখানকার যুবদের জন্য কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছেন কয়েকটি। জানান প্রিয়াঙ্কা। আজকের সভায় আজ বিজেপির ‘সর্বনাশা’ রাজনীতিকে বিঁধেছেন ইন্দিরা গান্ধীর নাতনি। বলেছেন, এক ভাইয়ের সঙ্গে আরেক ভাইকে লড়িয়ে দেয় ওরা। আমেথিবাসীর কাছে তাঁর আবেদন, ‘ওদের বার্তা দিন, যে ওদের সর্বনাশা রাজনীতি এখানে চলবে না। স্বচ্ছ রাজনীতির পক্ষে রায় দিন।’ স্বামী রবার্ট ভদ্রকে বেআইনী জমি লেনদেনে অভিযুক্ত করায় গত কয়েকদিন ধরে শুধু বিজেপি ও মোদির বিরুদ্ধে আগ্রাসী প্রচার চালালেও, আজ আমেথিতে রাহুলের দুই প্রতিদ্বন্দ্বী স্মৃতি ইরানি এবং কুমার বিশ্বাসকেও একহাত নিয়েছেন প্রিয়াঙ্কা। বলেছেন, আমেথির সঙ্গে কোন সম্পর্কই নেই ওঁদের। আমেথির মানুষ গান্ধী পরিবারের আপনজন। ছোটপর্দার জনপ্রিয় মুখ, বিজেপির স্মৃতি ইরানির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করেছেন। বলেছেন, ইচ্ছে করেই অন্ধকার ঘরে বৈঠক করেন স্মৃতি। লোকের কাছে সাব্যস্ত করেন যে আমেথিতে বিদ্যুত নেই। যদিও ঘটনা তা নয়। প্রিয়াঙ্কার কথায়, কেন্দ্রে ও রাজ্যে দুটি পৃথক সরকার কাজ করছে। ফলে প্রায়শই কিছু অসুবিধার মধ্যে পড়তে হয়। বিদ্যুতের খুঁটির ব্যবস্থা করেছে কেন্দ্র। রাজ্যের কাজ বিদ্যুত সরবরাহ করা। উত্তরপ্রদেশ সরকার যখন আমেথিতে বিদ্যুত সংযোগ করতে গিয়েছিল, বিজেপিই তা রুখে দেয়।
আর এখন নাটক করছেন ওদের প্রার্থী! কটাক্ষ প্রিয়াঙ্কার। আপের সম্বন্ধে বলেন, ওরা রাজ্যেও নেই। কেন্দ্রেও নেই। সুতরাং ওদের পক্ষে কোন উন্নয়নমূলক কাজ করা সম্ভব নয়। কংগ্রেসের নির্বাচনী ইশতেহারের অর্ধেকের বেশি নকল করেছে বিজেপি, এমনও অভিযোগ করে প্রিয়াঙ্কা জানিয়েছেন, এই দেশকে বাঁচাতে কংগ্রেস অনেক আত্মত্যাগ করেছে। সব জাত, ধর্ম, সম্প্রদায় একসঙ্গে মিলেমিশে বসবাস করবে। এটাই ভারতের সংস্কৃতি। কংগ্রেসই এই ঐতিহ্য রক্ষা করতে পারে। ‘যারা ধর্মের নামে বিভেদ তৈরি করে, তাদের থেকে সতর্ক থাকুন’ আমেথির জনসভায় বার্তা দিয়ে গেলেন প্রিয়াঙ্কা গান্ধী।
সূত্র : ওয়েবসাইট

No comments:

Post a Comment