Tuesday, April 29, 2014

বুকিদের কাছেও নাপসন্দ নবাবপুত্তুর!

বুকিদের কাছেও নাপসন্দ নবাবপুত্তুর!
rahul
এই সময় ডিজিটাল ডেস্ক: এতদিন কি ভাবতেন! শুধু ক্রিকেট নিয়ে বুকিদের রাতের ঘুম চলে যায়? উঁহু, মোটেই না। ক্রিকেটের থেকেও বড় মাপের খেলা আছে।যা বুকিদের রাজাও বানাতে পারে আবার পথের ভিকিরিও। এবং ক্রিকেটের থেকে রিস্কও কয়েকশো গুণ বেশি! ওপেন সিক্রেট বলে একটা কথা হয় জানেন তো? এ ক্ষেত্রেও ব্যাপারটি ঠিক তাই... ক্রিকেটের থেকে আরও তীব্র ভাবে বেটিং চক্র সক্রিয় থাকে নির্বাচনের আগে। আর তা যদি হয় লোকসভা নির্বাচন, তাহলে তো কোনও কথাই নেই!

এ হেন অবস্থায় ১৬ মে তারিখ যতই এগিয়ে আসছে, ততই বুকিদের লিস্ট থেকে আসতে আসতে সরে যাচ্ছে নবাবপুত্তর থুড়ি রাহুল গান্ধীর নাম। যদিও শুরুর দিকে বুকিদের পছন্দের তালিকায় ভালো জায়গাতেই ছিলেন রাহুল। ৬ থেকে ৭ টাকা পর্যন্ত দর ছিল তাঁর। অন্যদিকে প্রধানমন্ত্রী হওয়ার জন্যে কেজরিওয়ালের উপর বাজি ধরা ছিল ৫০০ থেকে ৫২৫ টাকা! সেক্ষেত্রে মোদীর দর ছিল পড়তির দিকেই। ওই সর্বসাকুল্যে ৪৫ পয়সা। মানে একজন যদি মোদীর উপরে ১০০ টাকার বাজি ধরেন এবং শেষ পর্যন্ত মোদিই হন প্রধানমন্ত্রী, তাহলে তিনি ফেরত পাবেন ১৪৫ টাকা। তবে এখানেও একটা টুইস্ট আছে। শুধু কে জিতবে তার উপরেই নয়, কংগ্রেস কত কম সিট পাবে তা নিয়েও চলছে জোরদার বেটিং! ৮৫ থেকে ৯০ টি সিট কংগ্রেস জিতলে সেক্ষেত্রে টাকা লাগানো হচ্ছে ১.৬০ টাকা থেকে ১.৭০টাকা! মোট কথা কংগ্রেস কিংবা গান্ধী পরিবারের উত্তরসুরির উপরে এতটুকু ভরসা নেই বুকি মহলের। এবার দেখার এই একই মনোভাব দেশবাসীরও কি না।

No comments:

Post a Comment