Tuesday, April 29, 2014

মা-ছেলে জুটির দিন শেষ : মোদি

মা-ছেলে জুটির দিন শেষ : মোদি
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার - মন্তব্য (0) - প্রিন্ট
অ-অ+
ভারতে সপ্তম দফার নির্বাচনের আগে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি বলেছেন, যখন নির্বাচনের দিন ঘোষিত হয়েছিল, তখন কংগ্রেস ভেবেছিল ফলাফল ত্রিমুখী হবে। ওরা বলছিল মোদিকে কখনোই প্রধানমন্ত্রী হতে দেব না। আমরাই ফিরব তৃতীয় ফ্রন্ট হিসেবে। ওদের কথা থেকেই মনে হচ্ছে,ওরা হেরে গেছে।
মোদি বলেন, 'মা-ছেলে জুটির খেল শেষ। ওরা বুঝে গেছে, জাহাজ ডুবতে চলেছে। ওদের কোনো লক্ষ্য নেই, তাই আমাকে অপমান করে।'
জিনিউজকে মোদি জানান, তাঁর চোখে ২০১৪ সালের লোকসভা নির্বাচন পুরোটাই তিনি বনাম বাকিদের লড়াই। ভালো সরকার গড়াই তাঁর উদ্দেশ্য বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী পদপ্রার্থী মোদি। ষষ্ঠ দফা নির্বাচনের দিন বারানসিতে বিপুল জনসমাবেশের মধ্যে মনোনয়ন জমা দেন মোদি।
মোদি মনে করেন, গোটা ভারত অবসাদের মধ্যে দিয়ে যাচ্ছে। তিনি বলেন, মানুষ বুঝতে পেরেছে গুজরাটে সত্যিই ভালো কিছু হয়েছে। তবে সারা দেশেই ভালো কিছু হতে পারে। দেশও খারাপ সময় কাটিয়ে উঠতে পারবে। সূত্র : জিনিউজ।
- See more at: http://www.kalerkantho.com/print-edition/deshe-deshe/2014/04/30/78597#sthash.cmlUwbKQ.dpuf

No comments:

Post a Comment