Wednesday, April 30, 2014

ফের ভালোবাসার সাজা মৃত্যু

ফের ভালোবাসার সাজা মৃত্যু

murder
এই সময় ডিজিটাল ডেস্ক: ভালোবাসা নাকি সব প্রতিকুলতা জয় করতে পারে। এই ভাবনাটি পৃথিবীর আর যেখানেই সত্যি বলে প্রমাণিত হোক না কেন, ভারতে এখনও তা সত্যি বলে ভাবার স্বপ্ন দেখলেও হয়তো মৃত্যুদণ্ডের আদেশ আসবে! অ-সম ভালোবাসার 'অপরাধে' প্রাণ হারানোর ঘটনা এ দেশে লক্ষাধিক হলেও প্রতিবার যেন আরও বেশি নৃশংসভাবে ফিরে আসে। ঠিক তেমনটিই হল সোমবার আহমেদনগরের জামখেদ তালুকের খরদা গ্রামে। এক উচ্চবর্ণের নাবালিকাকে ভালোবাসার স্পর্ধায় যবনিকা নেমে এল ১৭ বছর বয়সী এক দলিত ছেলের জীবনে।

এই ব্যাপারে কারজাত ডিভিশনের ডেপুটি পুলিশ সুপার ধীরজ পাটিলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি যানান যে মৃতের নাম নিতীন রাজু আঘে। তাকে গ্রামের মাঠে উচ্চশ্রেণীর এক নাবালিকার সঙ্গে কথা বলতে দেখে নাবালিকার দাদা সহ গ্রামের আরও কয়েকজন। পরে নিতীনকে একা পেয়ে প্রথমে তারা লাঠিপেটা করে এবং পরে গলায় ফাঁস লাগিয়ে মেরে ফেলা হয়। এতেও রাগ না মেটায় ছেলেটির মৃতদেহ ঝুলিয়ে দেওয়া হয় গাছের ডালে। শুরুতে অস্বাভাবিক মৃত্যু বলে মনে করলেও পরে পুলিশ খুনের অভিযোগে গ্রেপ্তার করে মেয়েটির দাদা সচিন গোলেকার (২১) এবং শেষরাও ইওলে-কে(৪২)।

No comments:

Post a Comment