চাকরি ছেড়ে আখের রস বেচছেন ৪ এমবিএ
এই সময় ডিজিটাল ডেস্ক: এমবিএ-র ডিগ্রির পর লক্ষ টাকার চাকরির প্রস্তাব ছিল হাতে। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখান করে নিজের ব্যবসা শুরু করার পথেই পা বাড়াল এমবিএ গ্র্যাজুয়েট চার বন্ধু। কীসের ব্যবসা? আখের রস বিক্রির ব্যবসা শুরু করতে চায় ওই চার ছাত্র।
জানা গিয়েছে, সন্দীপ জৈন, বিকাশ খান্না, অমিত আগরওয়াল এবং অঙ্কিত সারাওগি নামে ওই চার বন্ধু রায়পুরে আখের রসের দোকান খুলেছেন।
তাঁরা জানান, তাঁদের ব্যবসার মডেল খুবই সরল। মানুষকে আখের রসের উপকারিতা বোঝানোই তাঁদের উদ্দেশ্য।
তবে শুধুই কি রায়পুরে সীমিত থাকবে এই চার বন্ধুর দোকান? তা অবশ্য না। ছোট এই দোকানটিকে ধীরে ধীরে বড় করে তুলতে চায় তাঁরা। ভারতের বিভিন্ন এলাকায় শাখা-প্রশাখা বিস্তারের স্বপ্নও দেখেছে ওই চার বন্ধু। তাঁদের দোকানের নাম হবে 'গান্না ওয়ালা'।
জানা গিয়েছে, সন্দীপ জৈন, বিকাশ খান্না, অমিত আগরওয়াল এবং অঙ্কিত সারাওগি নামে ওই চার বন্ধু রায়পুরে আখের রসের দোকান খুলেছেন।
তাঁরা জানান, তাঁদের ব্যবসার মডেল খুবই সরল। মানুষকে আখের রসের উপকারিতা বোঝানোই তাঁদের উদ্দেশ্য।
তবে শুধুই কি রায়পুরে সীমিত থাকবে এই চার বন্ধুর দোকান? তা অবশ্য না। ছোট এই দোকানটিকে ধীরে ধীরে বড় করে তুলতে চায় তাঁরা। ভারতের বিভিন্ন এলাকায় শাখা-প্রশাখা বিস্তারের স্বপ্নও দেখেছে ওই চার বন্ধু। তাঁদের দোকানের নাম হবে 'গান্না ওয়ালা'।
No comments:
Post a Comment