Monday, April 28, 2014

বন্দি সৌদি রাজকন্যার বিদ্রোহের ডাক

বন্দি সৌদি রাজকন্যার বিদ্রোহের ডাক

রাজতন্ত্রের বিরুদ্ধে জেগে ওঠার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহর গৃহবন্দি এক মেয়ে। বাদশার বড় মেয়ে সাহার তার আরো তিন বোনসহ জেদ্দা শহরে গৃহবন্দি রয়েছেন। তার একটি ভিডিওবার্তা নিয়ে এ খবর প্রকাশ করেছে লেবাননের টেলিভিশন আল মানার। —বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম

৪২ বছর বয়সী সাহার বলেন, শহীদ হওয়া ও কারাগারের 'মুক্ত জনগণকে' অভিনন্দন। স্বাধীনতার প্রকৃত অর্থ বুঝতে পেরে, বিপ্লবী মানুষদের মর্যাদা এবং অধিকার সম্পর্কে সচেতন হতে পেরে আমি সত্যিই অনেক ভাগ্যবান। আমরা তোমাদের পথ অনুসরণের প্রতিশ্রুতি দিচ্ছি, তোমাদের প্রচেষ্টা কখনো বৃথা যেতে দেব না। 

মুক্তিকামী মানুষের নেতা আয়াতুল্লা নিমার আল নিমারের কাছ থেকে আমরা দৃঢ়তা শিখেছি। রাজবন্দিদের মুক্তি দেয়ার দাবি জানানোর কারণে কাতিফ প্রদেশের জান্তাবাহিনী তাকে মেরেছে, আহত করেছে এবং জেলে পাঠিয়েছে। এসব কারণে আমরা নিজ ইচ্ছায় এই পথে সামনে এগিয়ে যাব। যারা স্বাধীনতার পতাকা উড়িয়ে আমাকে, আমার বোনদেরকে সম্মানিত করেছে আল্লাহ তাদের সহায় হোন। 

সাহার, মাহা, হালা ও জাওয়াহার সৌদি বাদশা আব্দুল্লাহ বিন আব্দুল আজিজের মেয়ে। তাদেরকে নিজেদের ইচ্ছার বিরুদ্ধে গৃহবন্দি করে রাখা হয়েছে বলে দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল।

No comments:

Post a Comment