আতলেতির উত্থানে শ্রমিকদের জয়
মাদ্রিদ: স্পেনের ফুটবলে আতলেতিকো মাদ্রিদের উত্থানে স্পেনের শ্রমিক শ্রেণীরই জয় দেখছে স্পেন৷ আতলেতিকো মাদ্রিদকে স্পেনে বলা হয় শ্রমিকদের ক্লাব৷ সম্প্রতি ভারতের নতুন ফুটবল লিগে আইএসএলে কলকাতার সঙ্গে আতলেতি গাঁটছড়া বাঁধলেও ক্লাবের আর্থিক অবস্থা তেমন ভালো নয়৷ তাই স্পেনের অনেকেই মনে করছেন, লা লিগায় চ্যাম্পিয়ন হলে আর্থিক ভাবেও চাঙা হতে পারে আতলেতি৷
আতলেতির উঠে আসার কথা বলতে গিয়ে টিমের কোচ দিয়েগো সিমিয়নের গলাতেও ফুটে উঠেছে খেটে খাওয়া মানুষের জীবনের কথা৷ চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে উঠে সিমিয়নে বলেছিলেন, 'এটা আতলেতিকো মাদ্রিদ৷ যাঁরা শুধু হূদয় দিয়ে কাজ, কাজ আর কাজ করার বুঝি৷ আমরা কখনওই ভেঙে পড়ি না৷' জোড়া খেতাবের সামনে দাঁড়িয়ে থাকা আতলেতি অধিনায়ক গাবি ফার্নান্দেজ ফলাও করে বলতে পারেন, 'আমরা খেটে খাওয়া মানুষের টিম৷ আমরা হারি বা জিতি, আমাদের লড়াই সবাইকে গর্বিত করে৷ এটাই আতলেতিকো৷'
ফুটবলের টিমের জয়ের মধ্যেই যে আতলেতি সমর্থকরা লড়াইয়ের প্রেরণা পান, সে কথা উপলব্ধি করেন সিমিয়নে৷ যে কারণে তিনি বলেওছেন, 'আমি নিশ্চিত আমরা যে ভাবে লড়াই করছি, তা আতলেতিকো মাদ্রিদের সঙ্গে জড়িয়ে থাকা সব মানুষই গর্বিত করবে৷'
আতলেতির উঠে আসার কথা বলতে গিয়ে টিমের কোচ দিয়েগো সিমিয়নের গলাতেও ফুটে উঠেছে খেটে খাওয়া মানুষের জীবনের কথা৷ চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে উঠে সিমিয়নে বলেছিলেন, 'এটা আতলেতিকো মাদ্রিদ৷ যাঁরা শুধু হূদয় দিয়ে কাজ, কাজ আর কাজ করার বুঝি৷ আমরা কখনওই ভেঙে পড়ি না৷' জোড়া খেতাবের সামনে দাঁড়িয়ে থাকা আতলেতি অধিনায়ক গাবি ফার্নান্দেজ ফলাও করে বলতে পারেন, 'আমরা খেটে খাওয়া মানুষের টিম৷ আমরা হারি বা জিতি, আমাদের লড়াই সবাইকে গর্বিত করে৷ এটাই আতলেতিকো৷'
ফুটবলের টিমের জয়ের মধ্যেই যে আতলেতি সমর্থকরা লড়াইয়ের প্রেরণা পান, সে কথা উপলব্ধি করেন সিমিয়নে৷ যে কারণে তিনি বলেওছেন, 'আমি নিশ্চিত আমরা যে ভাবে লড়াই করছি, তা আতলেতিকো মাদ্রিদের সঙ্গে জড়িয়ে থাকা সব মানুষই গর্বিত করবে৷'
No comments:
Post a Comment