'উপাদান নয়, মানুষ হিসেবে গণ্য করুন'
অনলাইন ডেস্ক
শেখ হাসিনা বলেন, অভিবাসন প্রক্রিয়াকে আরও নিরাপদ, নিয়মতান্ত্রিক এবং কল্যাণমূলক করা প্রয়োজন। আমাদের আলোচনার কেন্দ্রে থাকতে হবে অভিবাসীদের অধিকারের বিষয়টি। উত্স এবং গন্তব্য উভয় দেশে অভিবাসন এবং অভিবাসী কর্মীদের ইতিবাচকভাবে তুলে ধরতে হবে। অভিবাসন সব সমাজের জন্যই একটি প্রয়োজনীয় উপাদান তা জনগণকে বোঝাতে হবে।
তিনি আরো বলেন, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সমাজ এবং অর্থনীতি বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। এসব চ্যালেঞ্জ কার্যকরভাবে মোকাবিলার জন্য সকল উন্নয়ন পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে অবশ্যই জনগণকে রাখতে হবে। জনগণের মর্যাদা এবং কল্যাণ যেমন নিশ্চিত করতে তেমনি অভিবাসীদের ক্ষেত্রেও এটা সমানভাবে প্রযোজ্য।
অনুষ্ঠানে জাতিসংঘের সেক্রেটারি জেনারেলের আর্ন্তজাতিক অভিবাসন ও উন্নয়ন বিষয়ক প্রতিনিধি স্যার পিটার সুথারলেন্ড'র একটি ভিডিও বার্তা উপস্থাপন করা হয়।
বাংলাদেশ ও সুইজারল্যান্ডের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, পরিকল্পনামন্ত্রী এএইচএম মোস্তফা কামাল অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

No comments:
Post a Comment