Monday, April 28, 2014

ভোটারদের ঘুষ দেয়া রুখতে শূন্য রুপীর নোট বিলিয়েছে আপ

ভোটারদের ঘুষ দেয়া রুখতে শূন্য রুপীর নোট বিলিয়েছে আপ
নগদ অর্থ ছড়িয়ে ভোটারদের প্রভাবিত করার প্রতিবাদ জানাতে অভিনব পন্থা বেছে নিয়েছে ভারতের আলোচিত দল আম আদমি পার্টি (এএপি)। অন্যান্য রাজনৈতিক দলগুলোকে ব্যঙ্গ করে ভোটারদের মাঝে ‘শূন্য রুপী’র নোট বিলিয়েছে দলটি। শনিবার অন্ধ্রপ্রদেশের কুরনুল শহরে এক মোটর বাইক শোভাযাত্রা চলাকালে দলটির কর্মীরা এসব নোট বিলি করেন বলে জানিয়েছে এনডিটিভি। খবর ওয়েবসাইট।
দলের লোকসভা প্রার্থী ভিস্সা কিরণকুমার ও বিধানসভা প্রার্থী আব্দুল আজিজ রাহি শোভাযাত্রায় নেতৃত্ব দেন। শহরটির আইডিয়াল স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হওয়া প্রায় ৬০টি মোটরসাইকেলের এই শোভাযাত্রা শহরের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে। এ সময় দলটির কর্মীরা দলের পতাকা ও ঝাড়ু বহন করেন। দেশের নাগরিকরা কাউকে ঘুষ দেবেন না বা কারো থেকে ঘুষ নেবেন না, এই উদ্দেশ্যকে সামনে রেখে দুর্নীতি বিরোধী প্রতীক হিসেবে শূন্য রুপী নোট চালু করেছিল বেসরকারী প্রতিষ্ঠান। “নোটের জন্য ভোট” এই নীতির ফলে ভোটারা নিজেদের অমূল্য ভোটের অবমাননা করে, দুর্নীতি বিরোধী পার্টি এএপি এই বার্তা ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যেই এমন প্রচারণার আশ্রয় নিয়েছে।

No comments:

Post a Comment