মমতাকে গদি লোভী বললেন মোদী , পাল্টা মোদীকে 'কসাই' আখ্যা তৃণমূলের
শ্রীরামপুর, ২৮ ফেব্রুয়ারি : পশ্চিমবঙ্গের নির্বাচনী যুদ্ধ, নিমেশের মধ্যে ব্যক্তিগত আক্রমণে পর্যবসিত হল। কোটি টাকায় মমতা কাকে নিজের আঁকা ছবি বিক্রি করেছেন তা নিয়ে মোদী সরব হতেই তাঁকে গুজরাতের কসাই আখ্যা দিয়ে বসল তৃণমূল কংগ্রেস, মোদীর প্রশ্নের জবাবে মমতা আপাতত মুখ না খুললেও তাঁর পক্ষে সওয়াল করতে মাঠে নেমে পড়েছেন তৃণমূলের রাজ্য সভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন।
ভোট উৎসবে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে নেতাদের খেউর পালাও। এদিনও তার খামতি ছিল না। বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থীকে একেবার কসাই আখ্যা দিলেন তৃণমূলের এই সাংসদ।
প্রথমে উত্তরপাড়ায় জনসভা হওয়ার কথা থাকলেও পরে অনিবার্য কারণে এদিন শ্রীরামপুরে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর জনসভা করেন। উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি প্রার্থী বাপ্পি লাহিড়ি ও বিজেপির আর এর তারকা প্রার্থী জজ বেকারও। মোদী বক্তব্য রাখতে উঠে সরাসরি তলোয়ার শানেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। তিনি সারদা চিটফান্ড প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের চেয়ে গদি নিয়ে চিন্তিত বেশী। গদির স্বার্থে আমি আপনাকে দেশকে ভাগ বা ধ্বংস করতে দেব না।
তৃণমূল অবশ্য এর উত্তর দিতে একমুহূর্ত দেরি করেনি। জবাবে সুর আরও একধাপ চড়িয়ে তৃণমূলের মুখপাত্র ডেরেক ওব্রায়েন সরাসরি মোদীকে 'গুজরাতের কসাই' বলে ব্যাখ্যা করেন। একইসঙ্গে মোদীর ব্যক্তিগত জীবন টেনে এনে তিনি মন্তব্য করেন যে ব্যক্তি নিজের বউয়ের খেয়াল রাখতে পারেন না তিনি নাকি দেশের খেয়াল রাখবেন।
মমতা ব্যানার্জির আঁকা ছবি কে ১.৮ কোটি টাকা দিয়ে কিনলেন, এই প্রশ্ন তোলেন মোদী
এদিন মমতা-সারদার যোগ প্রসঙ্গে মোদীর বক্তব্য, মা সারদার ভূমিকে মমতা বন্দ্যোপাধ্যায় সারদা চিটফান্ডে পরিণত করেছেন। আপনার আঁকা ছবি কে ১.৮ কোটি টাকা দিয়ে কিনলেন, বলে প্রশ্ন তোলেন মোদী। তার জবাবে তৃণমূলের অভিযোগ, বাংলার উন্নয়ন মডেল নিয়ে কোনও খুঁত না পেয়ে এইসমস্ত মিথ্যা অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উঠাচ্ছেন নরেন্দ্র মোদী। নয় তিনি দিদির ছবি বিক্রি করে কোটি টাকা পকেটস্থ করার প্রমাণ দিন নয়তো তাঁর বিরুদ্ধে মান হানির মামলা করা হবে।
কলকাতার বুকে জনসভা করতে এসে দিদির প্রসঙ্গে কোনও বিতর্কিত মন্তব্যের পথ দিয়েই যাননি নরেন্দ্র মোদী। কিন্তু তার পর থেকেই আচমকা নিচের অবস্থান পরিবর্তন করে গত ৩ সপ্তাহে এই নিয়ে দ্বিতীয়বার মমতার সমালোচনায় মুখর হলেন মোদী। বললেন সারদা কেলেঙ্কারি এবারের লোকসভা নির্বাচনের গরমাগরম ইস্যু। কংগ্রেস আর বামেদের সমস্ত খারাপ দিকগুলিই গ্রহণ করেছেন মমতা।
একসময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এনডিএর জোটসঙ্গী ছিল। এবার নির্বাচনের পর যদি বিজেপি সংখ্যাগরিষ্ঠতা না পায় সেক্ষেত্রে তৃণমূলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। যদিও এনডিএ-তে না ফেরার বিষয়েই আপাতত অনড় মমতা। তবে রাজনীতির অঙ্ক কখন কী হয় তা বোঝা বড় দায়। তবে ভোট শেষ হওয়ার আগে যে এখনও ২ জনের ২জনকে আরও কত কিই না যে বলার বাকি তা কে জানে?...
More Headlines
১৬ মে পর্যন্ত লখনউয়ে সভা নয় রামদেবের, মানা ভোট কমিশনের
দেশের প্রধান বিচারপতি হলেন রাজেন্দ্রমল লোধা
অল্পবয়সীদের তৈরি অ্যানিমেশন ফিল্মে 'সুপারম্যান' মোদী
হে ভগবান এই মোদী মডেলের হাত থেকে দেশকে বাঁচাও : সোনিয়া
রাহুল গান্ধীকে কুরুচিকর মন্তব্য, এফআইআর রামদেবের বিরুদ্ধে
সারদা কান্ড থেকেই নির্বাচনী ফায়দা তুলতে চাইছে তৃণমূল-সিপিএম
প্রতারিত মনে হচ্ছে নিজেদের, আক্ষেপ কুমারটুলির মৃৎশিল্পীদের
বিজেপিতে যোগ দিলেন মনমোহন সিংয়ের ভাই দলজিৎ সিং কোহলি
No comments:
Post a Comment