Monday, April 28, 2014

মোদীর মাঠেই মিঠুন-মুকুলের সভা জমল না, উদ্বিগ্ন তৃণমূল

মোদীর মাঠেই মিঠুন-মুকুলের সভা জমল না, উদ্বিগ্ন তৃণমূল

mithun
হুগলি: শ্রীরামপুর স্টেডিয়ামে বিজেপি প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর সভার পাল্টা তৃণমূলের নির্বাচনী সভা সোমবার একেবারেই জমল না৷ রুপোলি পর্দার নায়ক এবং দলীয় সাংসদ মিঠুন চক্রবর্তীর ফিল্মি ডায়লগও জনতাকে তেমন উদ্বেল করতে পারল না৷ স্বাভাবিক ভাবেই এদিনের সভার ভিড় এবং মুড দেখে উদ্বিগ্ন শাসক দলের শীর্ষ নেতৃত্ব৷ মিঠুন ছাড়াও ভাষণ দেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়, প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ৷ ভিড় না হওয়ার অস্বস্তি পরিষ্কার বোঝা যাচ্ছিল মুকুল-কল্যাণের শরীরী ভাষায়৷ তবে দলের জেলা সভাপতি তপন দাশগুপ্ত এই সভাকে মোদীর পাল্টা সভা হিসেবে দেখতে রাজি নন৷ পাশাপাশি, তাঁর দাবি, এদিন লোক মোটেই কম হয়নি৷

তৃণমূল নেতৃত্ব ওই দাবি করলেও এলাকার বাসিন্দারাই বলছেন, রবিবার মোদীর সভায় যে বিপুল জনসমাগম দেখা গিয়েছিল, এদিনের সভার ভিড় তার ধারকাছ দিয়েও যায়নি৷ শুধু তাই নয়, আগের দিন জনতার মধ্যে যে উচ্ছ্বাস ছিল, সোমবার মিঠুন-মুকুলের সভায় সেই উচ্ছ্বাসও ছিল অনুপস্থিত৷

মিঠুন অবশ্য তাঁর অ্যাঙ্গরিম্যান ইমেজ সামনে রেখেই ডায়লগ আওরেছেন, 'ফাটাকেষ্ট খবর দেখে না৷ খবর পড়ে না৷ খবর তৈরি করে৷' সেই ডায়লগ শুনেও জনতাকে উত্তেজিত হতে দেখা যায়নি৷ তাঁর বক্তব্য ছিল, 'বাংলা থেকে যত বেশি সাংসদ নির্বাচন করিয়ে দিদি দিল্লি যাবেন, তত বাংলার পক্ষে ভালো৷ তাতে এ রাজ্যের জন্য বেশি করে সরকারি সাহায্য ছিনিয়ে আনা সহজ হবে৷' অদ্ভুত ব্যাপার,তাতেও হাততালি পড়ল না৷

মুকুল এবং কল্যাণ অবশ্য আগাগোড়া মোদীর প্রতিই আক্রমণাত্মক ছিলেন৷ স্বাভাবিক ভাবেই আসে সারদা ইস্যু৷ মুকুল যথারীতি বলেন, 'সিবিআই কেন, ইন্টারপোলকে দিয়ে তদন্ত করিয়েও সারদা-কেলেঙ্কারিতে তৃণমূলের যোগাযোগ খুঁজে পাওয়া যাবে না৷ পেলে তৃণমূল রাজনীতির আঙিনা দেখে সরে যাবে৷'

শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণবাবুর দুর্ব্যবহার নিয়ে সাধারণ মানুষের মধ্যে তো বটেই, দলের অন্দরেও বিস্তর ক্ষোভ রয়েছে৷ দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক নির্বাচনী সভায় এসে সেই প্রসঙ্গ তুলে বলেছিলেন, 'কল্যাণ তো আইনজীবী৷ তাই ও একটু জোর গলায় কথা বলে৷ আইনজীবীদের জোরে কথা না বললে চলে না৷' কল্যাণবাবু নিজেও প্রচারে বেরিয়ে বারবার বলছেন, 'আমার ব্যবহারে কেউ দুঃখ পেলে আমি লজ্জিত৷' এদিনের মঞ্চ থেকেও তিনি বলেন, 'শ্রীরামপুরের মানুষ আমার ব্যবহারের জন্য আহত হলে আমি ক্ষমা প্রার্থী৷'

No comments:

Post a Comment