তৃণমূল নেত্রী ভীষণ লোভী- মোদী: বিজেপি অপপ্রচার চালাচ্ছে- মমতা
২৮ এপ্রিল (রেডিও তেহরান): গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “বিজেপি ক্ষমতায় গেলে পশ্চিমবঙ্গের চাঞ্চল্যকর সারদা কেলেঙ্কারির সঠিক তদন্ত করা হবে। দোষীদের কাউকে ছাড়া হবে না।”
রোববার রাতে পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুরে বিজেপি প্রার্থী সংগীতশিল্পী বাপ্পী লাহিড়ির সমর্থনে এক নির্বাচনী জনসভায় তিনি এ হুঁশিয়ারি দেন। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির সমালোচনা করে নরেন্দ্র মোদী বলেন, “মমতা ভীষণ লোভী এক নেত্রী। তিনি রাজ্যের কথা কম ভাবেন। বেশি ভাবেন কুর্সির কথা। মমতা বামদের পথে হাঁটছেন।”
মমতাকে উদ্দেশ করে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী বলেন, “আপনার আঁকা ছবি এক কোটি ৮০ লাখ টাকায় বিক্রি হয়েছে। আপনার ছবি কে কিনল, আর কার কার ছবি কিনেছে, তা বাংলার মানুষ জানতে চায়। আপনার মতো এমন চিত্রকরের জন্য দেশ গর্বিত!”
জনগণের উদ্দেশে মোদী বলেন, “কংগ্রেস, বাম ও তৃণমূল চক্রের বাইরে যেতে হবে বাংলাকে। আমার সঙ্গে থাকুন। আমি আপনাদের স্বরাজ দেব।“
নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্রতি প্রশ্ন রেখে বলেন, “কোথায় গেল আপনার মমতা? কোথায় গেল সারদার টাকা? মা সারদাকে কিভাবে চিটফান্ড বানালেন? অনেক আশা নিয়ে এই রাজ্যের মানুষ আপনাকে ক্ষমতায় বসিয়েছে, আপনি তাদের স্বপ্ন চুরমার করে দিয়েছেন।“
এদিকে, উত্তর হাওড়ার সালকিয়ায় নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করে মমতা বলেন, ‘যিনি সংসার সামলাতে পারেন না তিনি দেশ সামলাবেন কী করে?’ বিজেপি, কংগ্রেস ও সিপিআইএম পরিকল্পিতভাবে তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।#
রেডিও তেহরান/এআর/২৮
No comments:
Post a Comment