Monday, April 28, 2014

প্রিয়াঙ্কার প্রচারাভিযান তারকা হয়ে ওঠার নেপথ্যে-

প্রিয়াঙ্কার প্রচারাভিযান তারকা হয়ে ওঠার নেপথ্যে-
আমেথি ও রায়বেরেলি দুটো পারিবারিক নির্বাচনী আসনে অবিরাম প্রচারাভিযান চালিয়ে তারকা ক্যাম্পেনার হয়ে উঠেছেন প্রিয়াঙ্কা গান্ধী। ভারতে বর্তমান লোকসভা নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ও বর্তমান কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর মেয়ে প্রিয়াঙ্কা এভাবেই হয়ে উঠেছেন একজন নির্বাচনী মাইক্রো ম্যানেজার। খবর হিন্দুস্তান টাইমস অনলাইনের।
নির্বাচনী প্রচারাভিযানবিদ হিসেবে প্রিয়াঙ্কার এই যে উত্থান এর পেছনে রয়েছে তার দুই বছরের অক্লান্ত পরিশ্রম। এ সময়ে তিনি দলের কর্মীদের উদ্বুদ্ধ করেছেন। ২০১২ সালে অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে গান্ধী পরিবারের ঘাঁটি হিসেবে পরিচিত ১০টি আসনের মধ্যে আটটিতে হেরে যায় কংগ্রেস। লজ্জাজনক এই পরাজয়ের পর প্রিয়াঙ্কা দলীয় নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করার কাজটিকে একটি চ্যালেঞ্জ হিসেবে নেন প্রিয়াঙ্কা। থানা ও তৃণমূল পর্যায়ে কথা বলে হিন্দুস্তান টাইমস জানতে পেরেছে প্রিয়াঙ্কা দলের বহু কর্মীর কর্পোরেট ধাঁচের সাক্ষাতকার নিয়েছেন। এর আগে তিনি দলীয় কর্মীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করেন। প্রিয়াঙ্কা প্রশিক্ষণ শিবিরও আয়োজন করেন। থানা পর্যায়ে একজন কংগ্রেস কর্মী বলেছেন, প্রিয়াঙ্কা তাদের প্রত্যেকের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। এসব প্রশিক্ষণে তিনি ভারতের স্বাধীনতার ইতিহাস, ভারতের রাজনীতি তার পরিবারের অবদান, ইউপিএ সরকারের সাফল্যের দিকগুলো তুলে ধরেছেন। তিনি আমাদের এসব বার্তা পৌঁছে দেয়ার দায়িত্ব দিয়েছেন। এসব প্রশিক্ষণ শিবিরগুলোতে দিল্লী থেকে বিশেষজ্ঞদের নিয়ে আসা হতো। বিশেষজ্ঞদের মধ্যে থাকতেন সালমান খুরশিদ, দিপিন্দর হুদা, সঞ্জয় ঝা ও সুরেশ পাচৌরির মতো লোকজন। ঝাঁ বলছেন, ‘আমরা দলীয় ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে কর্মীদের ধারণা দিতাম। এমনকি পার্লামেন্টে পাস হওয়া যুগান্তকারী আইনগুলো সম্পর্কেও ধারণা দিতাম। যেন প্রতিটি কর্মী দলের আদর্শ ও ইতিহাস ভাল করে জানতে পারে।’ প্রিয়াঙ্কা চাইতেন কর্মীরা যেন মাঠপর্যায়ে সমাজ কল্যাণমূলক কিছু করে।
http://www.allbanglanewspapers.com/janakantha.html

No comments:

Post a Comment