Saturday, June 14, 2014

চ্যাম্পিয়নদের হারিয়ে মধুর প্রতিশোধ ডাচদের
রুমেল খান ॥ সবচেয়ে মধুর ব্যাপার কি বলুন তো? শিশু যখন প্রথম ‘মা’ বলতে শেখে, প্রিয়জনের মুখে ভালবাসার কথা শোনা, পরীক্ষায় প্রথম হওয়া, প্রথম চাকরি ও বেতন পাওয়া, নাকি মনমতো প্রতিশোধ- কোন্টা? চলমান ব্রাজিল বিশ্বকাপে অংশ নেয়া ৩২ দলের একটি হল্যান্ডের খেলোয়াড়রা সন্দেহতীতভাবে প্রতিশোধ নেয়াটাকেই সবচেয়ে বেশি মধুর বলে রায় দেবেন। এমন ধারণার কারণ? জবাব দিতে হলে ফিরে যেতে হবে চার বছর আগে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ফাইনালের দিনটাতে। ১১ জুলাই, ২০১০। জোহানেসবার্গের সকার সিটি স্টেডিয়াম। ফাইনালে মুখোমুখি হয়েছে প্রথমবারের মতো ফাইনালে খেলা স্পেন আর দুবারের রানার্সআপ হল্যান্ড। ভাল খেলেও দুভার্গ্যজনকভাবে হেরে (১-০ গোলে) গেল ডাচ্বাহিনী। ভারাক্রান্ত হয়ে পড়ল কমলা জার্সিধারীরা নীল বেদনায়।
তারপর অনেক সময় পেরিয়ে গেছে। সৃষ্টিকর্তার কি অদ্ভুত খেয়াল- ব্রাজিল বিশ্বকাপের মূলপর্বের ড্র অনুষ্ঠানে বিস্ময়করভাবে একই গ্রুপে পড়ল স্পেন এবং হল্যান্ড! তখন থেকেই ‘ওলন্দাজ বাহিনীর গোলন্দাজ’রা প্রতিশোধের নেশায় ফুটছিল টগবগ করে। শুক্রবার স্প্যানিশ ‘লা রোজা’ বাহিনীকে ৫-১ গোলে শোচনীয় হারের লজ্জা দিল স্নেইডার-রোবেন-পার্সিরা। প্রতিশোধ নিল কড়ায়-গ-ায়। তাদের বদলার তীব্র অনলে পুড়ে অঙ্গার হলো ক্যাসিয়াস-জাভি-পেড্রোরা।
বোকা বনলেন ক্যাসিয়াস। হল্যান্ডের বিরুদ্ধে খেলায় রোবেন তাঁকে কাটিয়ে যেভাবে গোল করলেন সেটাকে ‘হাডুডু’ খেলার সঙ্গেই তুলনা করা যায়! কে ভেবেছিল গত আসরের ফাইনালের হারের শোধ স্পেনের বিরুদ্ধে এভাবে তুলবে হল্যান্ড? গত মৌসুমে এমনিতেই ইনজুরি ও ম্যাচ না খেলার অপর্যাপ্ততা ছিল ক্যাসিয়াসের। বিশ্বকাপের মতো ম্যাচে সেটার খেসারত কী নিদারুণভাবেই না দিলেন তিনি!
সম্ভ্রমটা এমনভাবে খোয়া যাবে, সেটা স্পেন তো বটেই, ভাবেননি কেউই! এতে কী এবারের বিশ্বকাপে হল্যান্ডের পক্ষে যে বাজি ধরার লোক বহুগুণে বেড়ে গেল, আর স্পেনের পক্ষে কমে গেল বহুলাংশে- তাতে সন্দেহের কোন অবকাশ নেই।
ডাচ্বাহিনী সুযোগ পেয়ে যে মরণকামড় দিয়েছে, সেটা প্রতিহত করার কোন উপায় জানা ছিল না ক্যাসিয়াস-দেল বস্ক বাহিনীর। যদিও প্রথমার্ধে আগে এক গোল করে এগিয়ে গিয়েছিল ‘লা রোজা’ রাই। অনেকেই তখন ভেবেছিলেন ২০১০ বিশ্বকাপের মতোই স্পেনের কাছে আবারও হারতে যাচ্ছে ডাচ্বাহিনী। কিন্তু সবার অলক্ষ্যে বিধাতা নিশ্চয়ই হাসছিলেন। এক গোলের জবাব হল্যান্ড দিল পাঁচ-পাঁচটি গোল করে! জাভিদের কাছে এ যেন ছিল রীতিমতো দুঃস্বপ্ন! বিশ্বচ্যাম্পিয়নদের স্বর্গ থেকে মর্ত্যে নামানো এত সহজ! এখন দেখার বিষয়, ওলন্দাজ বাহিনীর গোলন্দাজরা এমন মধুর প্রতিশোধ নেয়ার পর বিশ্বকাপের সোনার ট্রফিটাও প্রথমবারের মতো নিজেদের করে নিতে পারে কিনা।
http://www.allbanglanewspapers.com/janakantha.html

No comments:

Post a Comment