Monday, June 2, 2014

বিজেপি সাংসদের বাড়িতেই মধুচক্র

বিজেপি সাংসদের বাড়িতেই মধুচক্র

02-Satyapal-Singh
এই সময় ডিজিটাল ডেস্ক: মুম্বই পুলিশের সোশাল সার্ভিস ব্রাঞ্চ যখন ভার্সোভার একটি ঝাঁচকচকে বাড়ি থেকে দুই মহিলাকে এক দালালের হাত থেকে উদ্ধার করেন তখন তাঁরা ভাবতেও পারেননি এই কান টানাতে কোন মাথা এসে হাতে ধরা দেবে! কিন্তু যখন সেই মাথাটি এসে হাতে পড়ল তখন তাঁরা হতবাক! বাক্যি সরবেই বা কী করে? ফ্ল্যাটটির মালিক যে যেমন তেমন মানুষ নন... একসময়ে মুম্বইয়ের পুলিশ কমিশনার পদে থাকা এবং বর্তমানে বিজেপির সাংসদ ডা. সত্যপাল সিং!

অন্ধেরির কোকিলাবেন হাসপাতালের কাছে অবস্থিত এই বাড়িটি ইন্ডিয়া বুলস সংস্থাকে গেস্ট হাউস করার জন্যে লিজে দিয়েছিলেন সত্যপাল সিং। মুম্বই পুলিশের সোশাল সার্ভিস ব্রাঞ্চের ডেপুটি কমিশনার মহেশ পাতিল জানিয়েছেন, গোপন সূত্রে খবর পাওয়ার পর তাঁরা খরিদ্দার সেজে ওই বাড়িতে যান। বাড়ির কেয়ারটেকার ভাকিল রাজু শাহ তাঁদের পাতা ফাঁদে পা দিতেই তাকে ধরে ফেলে পুলিশ। এবং সেখান থেকে উদ্ধার করা হয় দু'জন মহিলাকে। এই কেসে আরও খোঁজ খবর করার জন্যে নিয়োগ করা হয়েছে ভার্সোভা পুলিশকে। এছাড়াও রাজু শাহকে ইমমরাল ট্র্যাফিক (প্রিভেনশন) অ্যাক্টের অধীনে সেকশন ৩,৪ এবং ৫-এ অভিযুক্ত করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্যে ডেকে পাঠানো হয়েছে ইন্ডিয়া বুলস-এর আধিকারিকদেরও। পুলিশের একটি দল ডা. সত্যপাল সিং-র কাছেও যাবে জিজ্ঞাসাবাদের জন্যে।

No comments:

Post a Comment