উত্তপ্ত মার্কিন রাজনীতি অঙ্গন
গুয়ানতানামো বন্দীশিবিরে আটক পাঁচ তালেবানের বিনিময়ে মার্কিন সেনা সদস্য বোয়ি বার্গডালকে মুক্ত করে আনায় যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিতর্ক দেখা দিয়েছে। রিপাবলিকান দল রবিবার একে ‘বিপজ্জনক’ বলে মন্তব্য করেছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল বলেছেন, তারা কোন সন্ত্রাসীর সঙ্গে সমঝোতা করেননি। যুদ্ধবন্দী হিসাবে বিধি অনুযায়ী তাকে ছাড়িয়ে আনা হয়েছে। খবর গার্ডিয়ান ও বিবিসি অনলাইনের।
বিরোধী রিপাবলিকান দলীয় সদস্যরা বন্দী বিনিময়ের ঘটনায় হোয়াইট হাউসের কড়া সমালোচনা করে বলেছে, এটা এক ‘বিপজ্জনক’ সমঝোতা। এর মধ্য দিয়ে সন্ত্রাসীদের সঙ্গে আলোচনায় না বসার মার্কিন নীতি যেমন ভঙ্গ করা হয়েছে তেমনি সম্ভবত আইনেরও লঙ্ঘন ঘটেছে। রিপাবলিকান সদস্যরা কংগ্রেসকে পাশকাটিয়ে তালেবানের সঙ্গে এমন একটি সমঝোতা করার জন্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের নিন্দা করেছে। বার্গডালের মুক্তির একদিন পরই রিপাবলিকানরা ক্রদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ওবামার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইস বলেছেন, এটি প্রশাসনের প্রতিরক্ষামূলক সিদ্ধান্ত। তিনি কংগ্রেসকে বিষয়টি অবহিত না করার যৌক্তিকতা তুলে ধরে বলেছেন, বিদেশের মাটিতে কোন সৈন্য বন্দী অবস্থায় না রাখার যে নীতি যুক্তরাষ্ট্রের রয়েছে তা বাস্তবায়নের স্বার্থেই এক্ষেত্রে গোপনীয়তা অবলম্বন করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী হেগেল বলেছেন, এ ব্যাপারে সন্ত্রাসীদের সঙ্গে কোন আলোচনা করা হয়নি। যেহেতু বার্গডাল একজন যুদ্ধবন্দী ছিলেন তাই সে হিসাবে আইন মেনেই তাকে মুক্ত করে আনা হয়েছে। রিপাবলিকান সিনেটর টেড ক্রাজ বার্গডাল পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে বলেছেন, ওবামা প্রশাসনকে এর জন্য মূল্য দিতে হবে। মুক্তিপ্রাপ্ত মার্কিন সেনা সার্জেন্ট বোয়ে বার্গডালের পরিবার জানিয়েছে, তারা এখনও তাদের ছেলের সঙ্গে কথা বলেননি। বার্গডালের পরিবার জানিয়েছে, বার্গডালের সেরে উঠতে অনেক সময় লেগে যেতে পারে। বার্গডাল এখন জার্মানিরর মার্কিন সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শনিবার হোয়াইট হাউসের রোজ গার্ডেন বার্গডালের পিতামাতাকে সঙ্গে নিয়ে ওবামা যখন সংবাদ সম্মেলন করছিলেন তখন মার্কিন প্রেসিডেন্টের প্রকাশভঙ্গীতে একটি পরিতৃপ্তির আভাষ লক্ষ্য করা যাচ্ছিল। ওবামা এদিন দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেন, আমেরিকা বহির্বিশ্বে কোথাও কোন বন্দী সেনা রাখবে না। এদিকে এক মার্কিন সেনার বিনিময়ে মুক্ত পাঁচ তালেবান বন্দীকে কাতারের হাতে তুলে দেয়ার তীব্র প্রতিবাদ জানিয়েছে আফগানিস্তান। দেশটির সরকার বলছে, মুক্ত বন্দীদের তৃতীয় কোন দেশের জিম্মায় ছাড়া আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। প্রায় নজিরবিহীন এক বিবৃতিতে তালেবান নেতা মোল্লা ওমর এই চুক্তিকে তাদের জন্য একটি বড় সাফল্য বলে অভিহিত করেছেন। পাঁচ তালেবান কমান্ডারের মুক্তির বিনিময়ে পাঁচ বছর ধরে আফগানিস্তানে আটক মার্কিন সেনা সদস্য বার্গডালকে মুক্তি দিয়েছে আফগান তালেবান। শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর সার্জেন্ট বার্গডালকে (২৮) মুক্তি দেয়া হয়। বার্গডাল এখন যুক্তরাষ্ট্রের হেফাজতে আছেন।
অন্যদিকে গুয়ানতানামো ফেরত পাঁচ তালেবান সদস্য এখন উপসাগরীয় দেশ কাতারের হেফাজতে আছেন। কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে কয়েক মাস ধরে চলা পরোক্ষ আলোচনার পথ ধরে বার্গডালের মুক্তির সমঝোতাটি হয়েছিল। ২০০৯ সালের ৩০ জুন বার্গডাল তালেবানদের হাতে বন্দী হন। তিনি ছিলেন দেশটিতে বন্দী হওয়া সর্বশেষ মার্কিন সেনা।
বিরোধী রিপাবলিকান দলীয় সদস্যরা বন্দী বিনিময়ের ঘটনায় হোয়াইট হাউসের কড়া সমালোচনা করে বলেছে, এটা এক ‘বিপজ্জনক’ সমঝোতা। এর মধ্য দিয়ে সন্ত্রাসীদের সঙ্গে আলোচনায় না বসার মার্কিন নীতি যেমন ভঙ্গ করা হয়েছে তেমনি সম্ভবত আইনেরও লঙ্ঘন ঘটেছে। রিপাবলিকান সদস্যরা কংগ্রেসকে পাশকাটিয়ে তালেবানের সঙ্গে এমন একটি সমঝোতা করার জন্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের নিন্দা করেছে। বার্গডালের মুক্তির একদিন পরই রিপাবলিকানরা ক্রদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ওবামার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইস বলেছেন, এটি প্রশাসনের প্রতিরক্ষামূলক সিদ্ধান্ত। তিনি কংগ্রেসকে বিষয়টি অবহিত না করার যৌক্তিকতা তুলে ধরে বলেছেন, বিদেশের মাটিতে কোন সৈন্য বন্দী অবস্থায় না রাখার যে নীতি যুক্তরাষ্ট্রের রয়েছে তা বাস্তবায়নের স্বার্থেই এক্ষেত্রে গোপনীয়তা অবলম্বন করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী হেগেল বলেছেন, এ ব্যাপারে সন্ত্রাসীদের সঙ্গে কোন আলোচনা করা হয়নি। যেহেতু বার্গডাল একজন যুদ্ধবন্দী ছিলেন তাই সে হিসাবে আইন মেনেই তাকে মুক্ত করে আনা হয়েছে। রিপাবলিকান সিনেটর টেড ক্রাজ বার্গডাল পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে বলেছেন, ওবামা প্রশাসনকে এর জন্য মূল্য দিতে হবে। মুক্তিপ্রাপ্ত মার্কিন সেনা সার্জেন্ট বোয়ে বার্গডালের পরিবার জানিয়েছে, তারা এখনও তাদের ছেলের সঙ্গে কথা বলেননি। বার্গডালের পরিবার জানিয়েছে, বার্গডালের সেরে উঠতে অনেক সময় লেগে যেতে পারে। বার্গডাল এখন জার্মানিরর মার্কিন সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শনিবার হোয়াইট হাউসের রোজ গার্ডেন বার্গডালের পিতামাতাকে সঙ্গে নিয়ে ওবামা যখন সংবাদ সম্মেলন করছিলেন তখন মার্কিন প্রেসিডেন্টের প্রকাশভঙ্গীতে একটি পরিতৃপ্তির আভাষ লক্ষ্য করা যাচ্ছিল। ওবামা এদিন দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেন, আমেরিকা বহির্বিশ্বে কোথাও কোন বন্দী সেনা রাখবে না। এদিকে এক মার্কিন সেনার বিনিময়ে মুক্ত পাঁচ তালেবান বন্দীকে কাতারের হাতে তুলে দেয়ার তীব্র প্রতিবাদ জানিয়েছে আফগানিস্তান। দেশটির সরকার বলছে, মুক্ত বন্দীদের তৃতীয় কোন দেশের জিম্মায় ছাড়া আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। প্রায় নজিরবিহীন এক বিবৃতিতে তালেবান নেতা মোল্লা ওমর এই চুক্তিকে তাদের জন্য একটি বড় সাফল্য বলে অভিহিত করেছেন। পাঁচ তালেবান কমান্ডারের মুক্তির বিনিময়ে পাঁচ বছর ধরে আফগানিস্তানে আটক মার্কিন সেনা সদস্য বার্গডালকে মুক্তি দিয়েছে আফগান তালেবান। শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর সার্জেন্ট বার্গডালকে (২৮) মুক্তি দেয়া হয়। বার্গডাল এখন যুক্তরাষ্ট্রের হেফাজতে আছেন।
অন্যদিকে গুয়ানতানামো ফেরত পাঁচ তালেবান সদস্য এখন উপসাগরীয় দেশ কাতারের হেফাজতে আছেন। কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে কয়েক মাস ধরে চলা পরোক্ষ আলোচনার পথ ধরে বার্গডালের মুক্তির সমঝোতাটি হয়েছিল। ২০০৯ সালের ৩০ জুন বার্গডাল তালেবানদের হাতে বন্দী হন। তিনি ছিলেন দেশটিতে বন্দী হওয়া সর্বশেষ মার্কিন সেনা।
No comments:
Post a Comment