Monday, June 2, 2014

হুমায়ূন আহমেদের ‘অনিল বাগচীর একদিন’ নিয়ে চলচ্চিত্র

হুমায়ূন আহমেদের ‘অনিল বাগচীর একদিন’ নিয়ে চলচ্চিত্র
স্টাফ রিপোর্টার ॥ নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা প্রয়াত হুমায়ূন আহমেদের পাঠকপ্রিয় মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘অনিল বাগচীর একদিন’ অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করছেন মোরশেদুল ইসলাম। বেঙ্গল ক্রিয়েশন লিমিটেডের প্রযোজনায় ‘অনিল বাগচীর একদিন’ চলচ্চিত্রটি ইতোমধ্যে ঢাকার আগারগাঁও এবং এফডিসিতে শূটিং হয়েছে। খুব শীঘ্রই শূটিং শুরু হবে নারায়ণগঞ্জ, দিনাজপুর ও মানিকগঞ্জে। চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন গাজী রাকায়েত, ফারহানা মিঠু, মিশা সওদাগরসহ আরও অনেকে। অনিল চরিত্রে অভিনয় করছেন মঞ্চ ও টিভি অভিনেতা আরেফ সৈয়দ।
এ প্রসঙ্গে আরেফ বলেন, নিজেকে অভিনেতা হিসেবে গড়ে তোলার জন্য আমি প্রতিনিয়ত পরিশ্রম ও অধ্যবসায় করে যাচ্ছি। এ চলচ্চিত্রটি আমার কাছে বিশেষ গুরুত্ব বহন করছে, কারণ প্রথমত মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট রয়েছে এখানে, দ্বিতীয়ত অকাল প্রায়ত জনপ্রিয় লেখক ও নির্মাতা হুমায়ূন আহমেদ স্যারের উপন্যাস এবং সবশেষে গুণী নির্মাতা মোরশেদুল ইসলামের মতো পরিচালকের সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে। আমি নিজের সবটুকু দিয়ে চেষ্টা করছি চলচ্চিত্রটিতে ভাল অভিনয় করার জন্য।
প্রসঙ্গত, নিউইয়র্কের স্টেল এ্যাডলার স্টুডিও অফ এ্যাকটিংয়ের মারলেন ব্যান্ডোসহ নেইভার হুড প্লে হাউসে আরেফ দীর্ঘ সময় একাডেমিক এ্যাকটিংয়ে ট্রেনিং নিয়েছেন। এরপর দেশে ফিরে নাটকের দল ‘বটতলা’র সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। ভিন্ন বক্তব্য ও নির্মাণের প্রতি আগ্রহ থেকেই প্রথম কাজ করেছেন অনিকেত আলমের নির্দেশনার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য প্রফেশনালস’ ছবিতে। ইতোমধ্যে শর্টফিল্মটি বাংলাদেশসহ বিশ্বের প্রায় ২০টি দেশে প্রদর্শিত হয়ে নানান সম্মানে ভূষিত হয়েছে। অন্যদিকে ব্রিটিশ বাংলাদেশী বংশোদ্ভূত পরিচালক জামিল আলীর পরিচালনায় শর্টফিল্ম ‘দ্য গেস্ট’ ছবিতে পারফর্ম করে আরেফ লন্ডনে ব্যাপক প্রসংশিত হয়েছিলেন। এ চলচ্চিত্রটি কান ফেস্টিবেলেও প্রদর্শিত হয়ে সম্মান কুড়িয়েছিল। সামিয়া জামানের ‘আকাশ কত দূরে’ চলচ্চিত্রেও বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছিলেন আরেফ। বেশ কয়েকটি মানসম্পন্ন বিজ্ঞাপন ও টেলিভিশন নাটকে পারর্ফম করার অভিজ্ঞতা রয়েছে এই অভিনেতার।
http://www.dailyjanakantha.com/news_view.php?nc=42&dd=2014-06-03&ni=174856

No comments:

Post a Comment