Thursday, June 5, 2014

দ্বন্দ্ব ভুলে লোকসভায় খোশমেজাজ

দ্বন্দ্ব ভুলে লোকসভায় খোশমেজাজ
যুগান্তর ডেস্ক
প্রকাশ : ০৬ জুন, ২০১৪
বৃহস্পতিবার লোকসভায় শপথগ্রহণ করলেন ৫৪৩ জন সংসদ সদস্য। এদের মধ্যে ৩১৫ জনই এই প্রথম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। সভায় নিরঙ্কুশ গরিষ্ঠতা নিয়ে উপস্থিত বিজেপি। উল্টো দিকে, মাত্র ৪৪ জন সংসদ সদস্য নিয়ে বিরোধী আসনে যথেষ্ট ম্রিয়মান কংগ্রেস।
এদিন সকালে বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আদভানিকে নিয়ে এই প্রথম লোকসভায় প্রবেশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সঙ্গে ছিলেন দলের আরেক শীর্ষ নেতা বেঙ্কাইয়া নাইডু। সভায় ঢুকতেই দলের অন্যান্য সংসদ সদস্যরা প্রধানমন্ত্রীকে সমবেতভাবে ডেস্ক চাপড়ে অভিনন্দন জানান। ট্রেজারি বেঞ্চের প্রথম সারির এক কোণায় বসেন মোদি। তার পাশে বসেন আদভানি। আসন গ্রহণের আগে ওয়েলে নেমে সংসদ সদস্যদের অভিবাদন জানান তিনি।
কংগ্রেস সভাপতি তথা ইউপিএ সভানেত্রী সোনিয়া গান্ধী এসে মোদির সঙ্গে দেখা করেন। পরস্পরের নমস্কার বিনিময় হয়। মোদির সঙ্গে করমর্দন করে অভিনন্দন জানান সপা প্রধান মুলায়ম সিং যাদব।
প্রধানমন্ত্রীর মতোই সংসদ সদস্যদের অভিনন্দন জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এদিন অন্তত তিনজন বিজেপি সংসদ সদস্য গেরুয়া পোশাক পরে উপস্থিত হয়েছিলেন।
নেহরু পরিবারের দুই তরুণ সদস্য এবার পেছনের সারিতে বসতেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন বলে মনে হয়। লোকসভায় দলকে নেতৃত্ব দেয়া থেকে অব্যাহতি চাওয়া কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী নবম সারিতে বসেন শশী থারুর ও আসরারুল হকের সঙ্গে। তার খুড়তুতো ভাই শাসক দলের সংসদ সদস্য বরুণ গান্ধীও বসেন পেছনেই। প্রধানমন্ত্রীর মুখোমুখি বিরোধী আসনের প্রথম সারির শুরুতেই বসেন লোকসভায় কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। তার পাশেই বসেন সোনিয়া গান্ধী, এম ভীরাপ্পা মইলি ও কেএইচ মুনিয়াপ্পা। ভোটের ময়দানে যতই একে অন্যের বিরুদ্ধে আক্রমণ শানাতে ব্যস্ত থাকুন, অধিবেশনে যোগ দিতে এসে কংগ্রেস ও বিজেপি নেতাদের মধ্যে এদিন কোনো বৈরী লক্ষ্য করা যায়নি। বেঙ্কাইয়া নাইডু ও কমল নাথকে বেশ খোশমেজাজেই হাসি-ঠাট্টা করতে দেখা গিয়েছে।
মোদি-সোনিয়া-আদভানির শপথ
ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির ১৬তম লোকসভার সদস্য হিসেবে শপথ নিলেন। প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হল।
প্রথমে শপথ নেন নরেন্দ্র মোদি। তারপরেই শপথ নেন সাবেক উপ-প্রধানমন্ত্রী ও বিজেপির সিনিয়র নেতা লালকৃষ্ণ আদভানি ও কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। এরপরে শপথ পড়ানো হয় ন্যাশনাল পিপলস পার্টির পিএ সাংমা, বিজু জনতা দলের অর্জুন চরণ সেথী এবং কংগ্রেসের বীরেন সিং ইংতিকে। টাইমস অব ইন্ডিয়া।
- See more at: http://www.jugantor.com/ten-horizon/2014/06/06/108121#sthash.cM0wOtaA.dpuf

No comments:

Post a Comment