Thursday, June 5, 2014

উলিপুরে ১১ হিন্দু পরিবারের চলাচলের পথ দুই বছর ধরে বন্ধ

উলিপুরে ১১ হিন্দু পরিবারের চলাচলের পথ দুই বছর ধরে বন্ধ
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুন, ২০১৪
বাহে তোমাক গুলাক দুঃখের কতা কইতে গেইলে চোকত পানি আইসে। দুই বছর থাকি বাপ-দাদার ঘাটা বন্ধ করি দিছে। ছওয়াগুলা স্কুলোত যাবের পায় না। ঘাটা না থাকায় ডাক্তার আসপার পায়নাই। মোর রুগি বাপোক ঘাড়োত করি হাসপাতালোত নিয়া গেইছং। ওমরাগুলা ঘাটাও খুলি দেয় না, গরিবের পাশোত কি ভগবানও নাই। এমন অসহায় আক্ষেপের কথা জানলেন দিনমজুর মনোরঞ্জন বর্মণ। কুড়িগ্রাম জেলার উলিপুর পৌরসভার মধ্যে অবস্থিত নারিকেলবাড়ী দীঘিরপাড় গ্রামে ১১টি হিন্দু দিনমজুর পরিবার প্রায় দুবছর ধরে অবরুদ্ধ। তারা মানবেতর জীবন-যাপন করলেও এর সমাধানে এগিয়ে আসেনি সমাজপতি কিংবা প্রশাসন। পুলিশ ঘটনাটি তাদের নিয়মের বাইরে বলে এড়িয়ে গেছে। স্থানীয় মেয়র, কমিশনার ও সমাজপতিরা ঘটনাস্থল পরিদর্শন করে সমঝোতার নামে করেছে কালক্ষেপণ। অভিযোগে জানা যায়, কমিশনার আসাদের মাধ্যমে সংশ্লিষ্ট ওয়ার্ডের কমিশনার কয়ছার ৫ হাজার টাকা উৎকোচ নেয় বিরোধ নিষ্পত্তির জন্য। এছাড়া উলিপুর পৌরসভা কর্তৃপক্ষ বিরোধ মেটানোর জন্য রসিদ মূলে ফি গ্রহণ করে। এতো কিছুর পরেও অবরুদ্ধ জীবন থেকে মুক্তি পায়নি এই ১১ হিন্দু পরিবার। সরজমিন মঙ্গলবার সকালে গিয়ে দেখা যায়, উলিপুর শহর থেকে পশ্চিমে তিন কিলোমিটার দূরে অবস্থিত নারিকেলবাড়ী গ্রাম। এই গ্রামেরই ছোট্ট একটি পাড়া দীঘিরপাড়। এই পাড়ায় ২৭টি পরিবারের বসবাস। বাপ-দাদাদের আমল থেকে যে রাস্তা ব্যবহার করে স্কুল ও শহরে যাতায়াত করতো এই পরিবারের লোকজন; তারাই এখন নিজেদের মধ্যে বিরোধ করে চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে। ফলে ১১টি দিনমজুর পরিবারের যাতায়াতের অর্ধশত বছরের পুরনো রাস্তা স্থানীয় প্রভাবশালী শুভাংশু ওরফে সদুগং বেড়া দিয়ে বন্ধ করে দেয়।
- See more at: http://www.jugantor.com/bangla-face/2014/06/06/108151#sthash.gfTWSHwd.dpuf

No comments:

Post a Comment