হাওয়ার অপর নাম বনলতা
জাহাঙ্গীর ফিরোজ
প্রকাশ : ০৬ জুন, ২০১৪
এক ঘুমকাতর রাতে
অবচেতনার আকাশে উঠে এলো ধ্র“বতারা
স্বর্গচ্যুত পথহারা দিকভ্রান্ত আমারই আনন্দ উল্লাসে
অজানা দেশের মাটি জেগে ওঠে গভীর সাগরে।
সেই দেশে কেউ নেই- মানুষের পদচিহ্ন পড়েনি সেখানে
আমি তাই সেইখানে আমার প্রথম চুমু রুয়ে দেই প্রভুর স্মরণে
আমার মুগ্ধ চোখ দিগন্ত সবুজে
একটি নারীকে খুঁজে ফেরে।
বাতাস তখন বলে পশ্চিমে
দেখেছি একটি নারী এক একা কাঁদছে নীরবে
এই বার্তা পৃথিবীর প্রথম চিঠিকে
শনাক্ত করেছিল একাকী মানব।
আমি বাতাসের পিছু পিছু পশ্চিমে হেঁটে চলি অন্ধ আবেগে।
পশ্চিমে সেই নারী হাজার বছর
বিরহের দিন গুনে কাটিয়ে দিয়েছে একাকী
এই বার্তা জেনে আমি ক্লান্তিহীন
হাজার বছর ধরে পথ হেঁটে
আমার হাওয়াকে পেয়েছি
আমি তাকে বুকে জড়িয়ে বলেছি:
এতদিন কোথায় ছিলেন,
অতঃপর আমার প্রভুর প্রতি সেজদা দেই
এই প্রাপ্তির- এই প্রশান্তির পৃথিবীতে
আমার প্রভুর প্রতি সেজদা দেই হাওয়াকেই ভেবে
হাওয়াই আমার সব হাওয়াই আমার সেই হারানো বেহেস্ত।
- See more at: http://www.jugantor.com/literature-magazine/2014/06/06/108207#sthash.27tLBwD5.dpufঅবচেতনার আকাশে উঠে এলো ধ্র“বতারা
স্বর্গচ্যুত পথহারা দিকভ্রান্ত আমারই আনন্দ উল্লাসে
অজানা দেশের মাটি জেগে ওঠে গভীর সাগরে।
সেই দেশে কেউ নেই- মানুষের পদচিহ্ন পড়েনি সেখানে
আমি তাই সেইখানে আমার প্রথম চুমু রুয়ে দেই প্রভুর স্মরণে
আমার মুগ্ধ চোখ দিগন্ত সবুজে
একটি নারীকে খুঁজে ফেরে।
বাতাস তখন বলে পশ্চিমে
দেখেছি একটি নারী এক একা কাঁদছে নীরবে
এই বার্তা পৃথিবীর প্রথম চিঠিকে
শনাক্ত করেছিল একাকী মানব।
আমি বাতাসের পিছু পিছু পশ্চিমে হেঁটে চলি অন্ধ আবেগে।
পশ্চিমে সেই নারী হাজার বছর
বিরহের দিন গুনে কাটিয়ে দিয়েছে একাকী
এই বার্তা জেনে আমি ক্লান্তিহীন
হাজার বছর ধরে পথ হেঁটে
আমার হাওয়াকে পেয়েছি
আমি তাকে বুকে জড়িয়ে বলেছি:
এতদিন কোথায় ছিলেন,
অতঃপর আমার প্রভুর প্রতি সেজদা দেই
এই প্রাপ্তির- এই প্রশান্তির পৃথিবীতে
আমার প্রভুর প্রতি সেজদা দেই হাওয়াকেই ভেবে
হাওয়াই আমার সব হাওয়াই আমার সেই হারানো বেহেস্ত।
No comments:
Post a Comment