Monday, June 2, 2014

বদায়ুনে এখন রাজনীতির ভিড়

বদায়ুনে এখন রাজনীতির ভিড়

badayun
বদায়ুন: নির্বাচনের আগেও এমন দৃশ্য দেখেননি বদায়ুনের বাসিন্দারা৷ গত দু'দিন ধরে সেখানে শুধুই তাবড় রাজনীতিকদের আনাগোনা৷ দুই নাবালিকার গণধর্ষণ ও হত্যার নৃশংস ঘটনা সম্প্রতি উত্তরপ্রদেশের অখ্যাত এই এলাকাকে সংবাদের শিরোনামে এনেছে৷ আর তার জেরেই সেখানে চলছে 'সহানুভূতির রাজনীতি'৷ শনিবার কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী নিহতের পরিবারের সঙ্গে দেখা করার পর রবিবার সেখানে আসেন বিএসপি নেত্রী মায়াবতী৷ আর তার জন্যই এক কৃষকের জমির ফসল কেটে রাতারাতি তৈরি হল হেলিপ্যাড৷ এমনকি তা তৈরির জন্য শিশুদের কাজে লাগানোর অভিযোগও উঠল৷ স্থানীয় বিএসপি নেতাদের অবশ্য দাবি, কিছু শিশু ওই মাঠে খেলছিল, তাদের কাজে লাগানো হয়নি৷

মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিল বদায়ুনের কাটরা শাহদতগঞ্জ গ্রামের দুই নাবালিকা৷ সম্পর্কে তারা তুতো-বোন৷ বুধবার সকালে আমবাগানে ঝুলন্ত অবস্থায় মেলে তাদের দেহ৷ ময়নাতদন্তে ধর্ষণের পর শ্বাসরোধ করে খুনের প্রমাণ মেলে৷ নিহতদের পরিবারের অভিযোগ, প্রভাবশালী যাদব ভাইদের বিরুদ্ধে পুলিশ অভিযোগ নিতে চায়নি৷ এ দিন নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে উত্তরপ্রদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির দুরাবস্থা নিয়ে সমাজবাদী পার্টি প্রশাসনকে কটাক্ষ করেন মায়াবতী৷ তাঁর অভিযোগ, সারা উত্তরপ্রদেশ জুড়ে, বিশেষ করে বদায়ুনে 'জঙ্গল রাজ' চলছে৷ সপা সরকার যদি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারে, তবে তাঁদের পদত্যাগ করা উচিত, না হলে উত্তরপ্রদেশে রাষ্ট্রপতি শাসন জারি করা প্রয়োজন৷ শনিবারই এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন অখিলেশ যাদব প্রশাসন৷ মায়াবতীর দাবি, 'মামলাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল৷ খবর পাওয়ামাত্র আমি বদায়ুনে আসার সিদ্ধান্ত নিই৷ রাজ্য সরকার ব্যবস্থা নিতে অযথা দেরি করায় দলের সাধারণ সচিব নসিমুদ্দিন সিদ্দিকিকে এই গ্রামে পাঠিয়ে দিয়েছিলাম৷ আমার এই সব সিদ্ধান্তের চাপে পড়েই রাজ্য সরকার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে৷'
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারের জন্য পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছিলেন, কিন্ত্ত দুই নাবালিকার পরিবারই তা নিতে চায়নি৷ এ দিন সম-পরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার কথাই ঘোষণা করেছেন মায়াবতী৷ তাঁর বক্তব্য, 'স্থানীয় সাংসদ এ দিন সকালে এসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছেন, কিন্ত্ত তাঁরা নিতে চাননি৷ কিন্ত্ত আমি তাঁদের যা দিতে চাই, তাঁরা তা সানন্দে গ্রহণ করতে রাজি৷' একইসঙ্গে তাঁর আশ্বাস, মঙ্গলবারের মধ্যেই ক্ষতিপূরণের অর্থ নিহতদের পরিবারের কাছে পৌঁছে যাবে৷

এ দিন সকালে বদায়ুনে গিয়েছিলেন সমাজবাদী পার্টির নেতা তথা সাংসদ ধর্মেন্দ্র যাদব৷ কিন্ত্ত সেখানে নির্যাতিতার পরিবারের ক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে৷ নিহতদের এক জনের বাবার অভিযোগ, 'আমি যখন পুলিশে অভিযোগ জানাতে গেলাম, কেন আমার জাত জানতে চাওয়া হল? আমি কি ভারতের নাগরিক নই?' সরকারি পদক্ষেপের বর্ণনা দিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন বিব্রত যাদব৷ তিনি বলেন, 'চিন্তা করবেন না, আমরা বিষয়টি দেখছি৷ অভিযুক্ত পুলিশকর্মীদের বরখাস্ত করা হয়েছে৷ গত ক'দিনে যা যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল, রাজ্য সরকার নিয়েছে৷ আপনাদের দাবি মেনেই সিবিআই তদন্তের আর্জি জানানো হয়েছে৷' এই ঘটনায় যাদব সম্প্রদায়ের বিরুদ্ধে জাতভিত্তিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন নিহতদের পরিবার৷ ধর্মেন্দ্র যাদবের বক্তব্য, 'আমি আপনাদের আশ্বস্ত করছি, এ ধরনের অভিযোগ উত্তরপ্রদেশে আর কোথাও শুনতে পাবেন না৷ এই ঘটনায় যাদবরা যুক্ত থাকলেও সকলে সমান নন৷' সোমবার কেন্দ্রীয় মন্ত্রী রাম বিলাস পাসওয়ানেরও বদায়ুনে গিয়ে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করার কথা৷

বদায়ুন গণধর্ষণের ঘটনায় পাঁচ অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ৷ বাকি দু'জনকে শনাক্ত করার চেষ্টা চলছে৷ এ দিন পুলিশ সুপার অতুল সাক্সেনা জানান, জিজ্ঞাসাবাদে দুই অভিযুক্ত গণধর্ষণ ও খুনের অপরাধ স্বীকার করে নিয়েছে৷ তবে, আদালতে তারা বয়ান বদলাতে পারে ভেবেই আরও প্রমাণ জোগাড় করার চেষ্টা চালাচ্ছে পুলিশ৷

অন্য দিকে, এ ধরনের ঘটনা রুখতে বদায়ুনের কাটরা শাহদতগঞ্জ গ্রামের প্রতিটি বাড়িতে শৌচালয় গড়ার অভিনব পরিকল্পনা নিয়েছে সুলভ ইন্টারন্যাশনাল৷ সুলভের প্রতিষ্ঠাতা ভিন্দেশ্বর পাঠকের বক্তব্য, 'খোলা মাঠে মহিলারা শৌচকর্ম করতে গেলে এ ধরনের বিপদের সম্ভাবনা বাড়ে৷ কেন্দ্রেরও উচিত বিষয়টিকে গুরুত্ব দেওয়া৷ প্রতিটি বাড়িতে শৌচালয় গড়ার ক্ষেত্রে এই গ্রামটিকে বেছে নেওয়া হয়েছে, কারণ এখানে দুই নাবালিকার খুনের ঘটনায় এটাই সবচেয়ে বড় কারণ৷ আমরা এই পদক্ষেপের মাধ্যমে একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাইছি৷' - সংবাদসংস্থা 

No comments:

Post a Comment