Saturday, June 7, 2014

লোডশেডিং , মমতার কোপে নিগমকর্তা

লোডশেডিং , মমতার কোপে নিগমকর্তা

7620141460953-large
সঞ্জয় চক্রবর্তী

মংপং (কালিম্পং ): মুখ্যমন্ত্রী উপস্থিত থাকাকালীন মাদারিহাট টুরিস্ট লজে ২০ মিনিট বিদ্যুত্ না থাকায় সাসপেন্ড করা হল রাজ্য বিদ্যুত্ বণ্টন নিগমের ডিভিশনাল ইঞ্জিনিয়ার পদমর্যাদার এক আধিকারিককে৷ বিপত্তি ঘটে গত বুধবার৷ ওই দিন সন্ধেয় মুখ্যমন্ত্রীর বিশ্রামের ব্যাঘাত ঘটিয়ে মিনিট কুড়ির জন্য অন্ধকারে ডুবে যায় টুরিস্ট লজ৷ তার জেরেই এই সিদ্ধান্ত৷ নিগমের আঞ্চলিক ম্যানেজার দীপঙ্কর সাহা জানিয়েছেন , 'আলিপুরদুয়ারের ডিভিশনাল ম্যানেজার সৌমেন দাসকে সাসপেন্ড করেছেন বিদ্যুত্ সচিব৷ ওই পদে আজই দায়িত্ব নিয়েছেন দীপঙ্কর দাস৷ ' তবে ঠিক কী কারণে সৌমেনবাবুকে সাসপেন্ড করা হল , তা নিয়ে মুখ খোলেননি তিনি৷

পাশাপাশি পাহাড়ে ফের 'রাফ অ্যান্ড টাফ ' নীতিতেই মুখ্যমন্ত্রী ফিরতে চান , তা কার্যত পরিষ্কার৷ জলপাইগুড়ি ও দার্জিলিংয়ের প্রশাসন ও পুলিশকর্তারা শুক্রবার সেই নির্দেশই পেলেন তাঁর কাছ থেকে৷ পূর্ব নিধারিত কোনও কর্মসূচি না থাকলেও মংপংয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের সঙ্গে বৈঠকে বসে পড়েন৷ ছবি তুলতে দিলেও বৈঠকের আলোচনার বিষয়ে নিয়ে কিছু বলবেন না বলে আগেই জানিয়ে দেন তিনি৷ মুখ্যমন্ত্রী সভায় ঢোকার আগে বলেন , 'এটা আমাদের ইন্টারনাল মিটিং৷ এই মিটিংয়ের ব্রিফিং কেউ করবেন না৷ 'বৈঠকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব , দুই জেলার পুলিশ সুপার , জেলাশাসকরা ছাড়াও উত্তরবঙ্গের আইজি জাভেদ শামিম , ডিজি (উপকূল ) রাজ কানোজিয়া , ডিআইজি (জলপাইগুড়ি রেঞ্জ ) সি এস লেপচা উপস্থিত থাকলেও পরে তাঁরাও কেউ মুখ খোলেননি৷ বৈঠকে আলোচিত বিষয় বাইরে ফাঁস হলে চাকরি নিয়ে টানাটানি পড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেন প্রশাসনের এক কর্তা৷

তবে প্রশাসন সূত্রেই জানা গিয়েছে , পাহাড়ে মোর্চাকে রেয়াত না করার জন্য প্রশাসন ও পুলিশকে কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷ ওই নির্দেশবলে পুরোনো ওয়ারেন্টের ভিত্তিতে মোর্চার নেতা -কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে পুলিশ৷ সেক্ষেত্রে মোর্চা প্রতিবাদ আন্দোলনে গেলে কড়া হাতে তা দমনের বার্তাও দেওয়া হয়েছে পুলিশ ও প্রশাসনকে৷ এক প্রশাসন কর্তা বলেন , এতে 'আমরা তটস্থ হয়ে আছি৷ ' টুরিস্ট লজে বিদ্যুত্ বিপর্যয়ের জেরে এক নিগমকর্তাকে সাসপেন্ড হওয়ায় প্রশাসনের উপর চাপ নিঃসন্দেহেই আরও বেড়েছে৷ মুখ্যমন্ত্রী এ দিন দেখা না করে ফিরিয়ে দেন তামাং জনগোষ্ঠীর প্রতিনিধিদের৷ লোকসভা নির্বাচনের আগে পাহাড়ে লেপচাদের মতোই তামাংদের জন্য পৃথক উন্নয়ন পর্ষদ গড়ার ঘোষণা করেছিলেন তিনি৷ সেই পর্ষদ আনুষ্ঠানিক ভাবে গঠনের আলোচনা করতে তামাং নেতারা মংপংয়ে মুখ্যমন্ত্রীর কাছে এসেছিলেন৷ কিন্ত্ত উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের মাধ্যমে তিনি বলে পাঠান যে তিনি দেখা করবেন না৷ গৌতমবাবু বলেন , 'আপনাদের ৮ জুন কলকাতায় গিয়ে পর্ষদ গঠনের ব্যাপারে অনগ্রসর শ্রেণির কল্যাণ দন্তরের সঙ্গে কথা বলতে বলেছেন৷ ' তামাং ইয়ুথ অ্যাসোসিয়েশনের সভাপতি বিষ্ণু গোলে বিনয়ের সঙ্গে ঘটনাটি জানালেও ক্ষোভ প্রকাশ করেন অন্য তামাং নেতারা৷ 

No comments:

Post a Comment