Sunday, June 8, 2014

মেয়ের মার্কিন বৃত্তিলাভে স্বপ্নপূরণ 'কাজের মাসি'র

মেয়ের মার্কিন বৃত্তিলাভে স্বপ্নপূরণ 'কাজের মাসি'র

janaki
এই সময় ডিজিটাল ডেস্ক: 'সোচা না থা বিটিয়া নাম রোশন করেগি'। কথাগুলো যিনি বলছেন, তিনি সামান্য শ্রমিক। তাঁর স্ত্রী লোকের বাড়িতে কাজ করেন। দুই ছেলে, দুই মেয়ে নিয়ে মোট ৬ জনের টানাটানির সংসার। দেশের মাটিতেই মেয়ের পড়াশোনার খরচ তুলতে হিমশিম খেয়েছেন। তাঁর সন্তান বিদেশে গিয়ে পড়াশোনা করবে, এমন স্বপ্ন ভুল করেও দেখেননি। কিন্তু বাস্তবে যখন তা-ই ঘটল, তখন ওই কথা না-বলে আর থাকেন কী করে।

লখনৌয়ের গোমতী নগরের সৃজন বিহার কলোনির বাসিন্দা বারাতী এবং কমলা সাহুর মেয়ে জানকী পড়াশোনার জন্য আমেরিকা পাড়ি দিতে চলেছে।

দু'বেলা দু'মুঠো অন্ন জোগাড় করতে গিয়ে চোখে সর্ষে ফুল দেখছিলেন বারাতী। লোকেদের বাড়িতে কাজ করে স্বামীকে সাহায্য করতেন কমলা। সেখানে মেয়েকে পড়াশোনা করাবেন! ভাবতেও 'অপরাধ' বোধ হত তাঁদের। কিন্তু স্থানীয় একটি স্কুলে বিনামূল্যে পড়াশোনা করার সুযোগ পায় জানকী। দশম শ্রেণির জন্য স্কুলের তরফে আমেরিকার কেনেডি লুগর ইউথ এক্সচেঞ্জ অ্যান্ড স্কলারশিপের জন্য আবেদন জানায়। পরীক্ষা এবং স্ক্রিনিংয়ের পর আমেরিকার টিকিট হাতে পায় জানকী। স্কলারশিপ পাওয়ার জন্য টেস্ট অফ ইন্টারন্যাশনাল কমিউনিকেশন পাশ করতে হয়েছে জানকীকে।

দেশের ৩৯ জন পড়ুয়া এই স্কলারশিপের জন্য নির্বাচিত হয়েছে। আমেরিকায় এক পরিবারের সঙ্গে থেকে এক বছর পড়াশোনার সুযোগ পাবে জানকী। পড়াশোনার খরচ তুলবে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার।

এত দিন যে দেশের নাম শুধু টিভি বা রেডিওতেই শুনতেন, সেখানে তাঁদের মেয়ে গিয়ে পড়াশোনা করবে, ভেবেই মুখে হাসি ফুটে উঠছে। কৌতূহল ও ভয় মিশ্রিত আবেগ ধরে রাখতে পারছেন না পরিবারের লোকেরা। বাবা বারাতী সাহু বলেই বসলেন, জানকী নাম উজ্জ্বল করবে, কখনও ভাবেননি।

এবার ওরিয়েন্টেশনের জন্য আগামী মাসে দিল্লি যেতে হবে জানকীকে। সেখানে আমেরিকা সম্পর্কে নানা তথ্য তুলে ধরা হবে তার সামনে।

No comments:

Post a Comment