Sunday, June 8, 2014

কনফার্ম টিকিটের প্রলোভন দেখিয়ে ধর্ষণ দুই বেহুঁশ যুবতীকে!ফের দিল্লিতে ধর্ষণের শিকার দুই যুবতী। ঘটনাটি ঘটেছে উত্তর-পূর্ব দিল্লির ভজনপুরা এলাকায়।

কনফার্ম টিকিটের প্রলোভন দেখিয়ে ধর্ষণ দুই বেহুঁশ যুবতীকে

rape
এই সময় ডিজিটাল ডেস্ক: ফের দিল্লিতে ধর্ষণের শিকার দুই যুবতী। ঘটনাটি ঘটেছে উত্তর-পূর্ব দিল্লির ভজনপুরা এলাকায়।

ঝাড়খণ্ডের বাসিন্দা ওই যুবতীরা পুলিশকে জানিয়েছেন, কনফার্ম টিকিট পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁদের সঙ্গে বন্ধুত্ব করে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। তার পর তাঁদের ঠান্ডা পানীয় খেতে দেয়। বেশ খানিকক্ষণ পর ভজনপুরার নির্জন এলাকায় তাঁদের জ্ঞান ফেরে।

২১ এবং ২৪ বছরের ওই যুবতীরা গুড়গাঁওয়ের একটি কলেজ থেকে গ্র্যাজুয়েশন শেষ করেছেন। ২ জুন তাঁরা জরুরি নথিপত্র নেওয়ার জন্য এনসিআর আসেন। ৫ তারিখই ঝাড়খণ্ডের জন্য রওনা হওয়ার কথা ছিল তাঁদের।

পুলিশ জানিয়েছে, আনন্দ বিহার রেল স্টেশনে তাঁরা জানতে পারেন যে, তাঁদের টিকিট কনফার্ম হয়নি। সেখানেই এক ব্যক্তির সঙ্গে তাঁদের সাক্ষাত্‍‌ হয় যে কনফার্ম টিকিটের প্রলোভন দেখায়। ওই ব্যক্তি বলে যে দিল্লি স্টেশনে গেলেই কনফার্ম টিকিট পেয়ে যাবে তাঁরা। দিল্লি স্টেশনে যাওয়ার সময়ে অটোর মধ্যেই যুবতীদের ঘুমের ওষুধ মেশানো ঠান্ডা পানীয় দেয় ওই ব্যক্তি। ভজনপুরার নির্জন এলাকায় জ্ঞান ফেরে ওই যুবতীদের। পরীক্ষার পর চিকিত্‍‌সকরা জানিয়েছেন, যৌন নিগ্রহের শিকার হয়েছেন ওই দুই যুবতী।

পুলিশ অভিযোগ দায়ের করে অজ্ঞাতপরিচয় ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করেছে।

No comments:

Post a Comment