ইয়াকুব মেমনের প্রাণদণ্ডে স্থগিতাদেশ শীর্ষ আদালতের
এই সময় ডিজিটাল ডেস্ক - ৯৩'র মুম্বই ধারাবাহিক বিস্ফোরণে অন্যতম মূল অভিযুক্ত ইয়াকুব মেমনের মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার এই নির্দেশ দেন শীর্ষ আদালতের বিচারপতি জে এস শেখর ও সি নাগাপ্পনের ডিভিশন বেঞ্চ। এই মর্মে মহারাষ্ট্র সরকারকেও নির্দেশ পাঠানো হয়েছে।
মৃত্যুদণ্ড কার্যকর করায় দেরির জন্য ফাঁসির নির্দেশ খারিজ করার আবেদন জানায় পেশায় চার্টাড অ্যাকাউন্টট্যান্ট ইয়াকুব মেমন। পাশাপাশি, মৃত্যুদণ্ড খতিয়ে দেখার শুনানি সুপ্রিম কোর্টের চেম্বারের বদলে মুক্ত আদালতে হওয়া উচিত বলেও আবেদন করেন মেমনের আইনজীবী উপমন্যু হাজারিকা। ২০০০ সালে লালকেল্লা আক্রমণের ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মহম্মদ আরিফ নামে এক জঙ্গির প্রাণভিক্ষার আবেদনের শুনানিও সাংবিধানিক বেঞ্চে পাঠানোর নিদর্শন তুলে ধরেন তিনি। মেমনের আবেদনও সাংবিধানিক বেঞ্চে পাঠানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেখানে কোনও সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত মৃত্যুদণ্ডের উপর স্থগিতাদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।
টাইগার মেমনের ভাই ইয়াকুব মেমনই মুম্বই ধাকাবাহিক বিস্ফোরণের 'মাস্টার মাইন্ড' বলে আগেই চিহ্নিত করেছে আদালত। মুম্বইের মোট ১২টি জায়গায় পরপর বিস্ফোরণ ঘটেছিল। মৃত্যু হয়েছিল ২৫৭ জনের। আহত হয়েছিলেন ৭০০-রও বেশি মানুষ। সম্প্রতি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় মেমনের প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দিয়েছেন।
মৃত্যুদণ্ড কার্যকর করায় দেরির জন্য ফাঁসির নির্দেশ খারিজ করার আবেদন জানায় পেশায় চার্টাড অ্যাকাউন্টট্যান্ট ইয়াকুব মেমন। পাশাপাশি, মৃত্যুদণ্ড খতিয়ে দেখার শুনানি সুপ্রিম কোর্টের চেম্বারের বদলে মুক্ত আদালতে হওয়া উচিত বলেও আবেদন করেন মেমনের আইনজীবী উপমন্যু হাজারিকা। ২০০০ সালে লালকেল্লা আক্রমণের ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মহম্মদ আরিফ নামে এক জঙ্গির প্রাণভিক্ষার আবেদনের শুনানিও সাংবিধানিক বেঞ্চে পাঠানোর নিদর্শন তুলে ধরেন তিনি। মেমনের আবেদনও সাংবিধানিক বেঞ্চে পাঠানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেখানে কোনও সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত মৃত্যুদণ্ডের উপর স্থগিতাদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।
টাইগার মেমনের ভাই ইয়াকুব মেমনই মুম্বই ধাকাবাহিক বিস্ফোরণের 'মাস্টার মাইন্ড' বলে আগেই চিহ্নিত করেছে আদালত। মুম্বইের মোট ১২টি জায়গায় পরপর বিস্ফোরণ ঘটেছিল। মৃত্যু হয়েছিল ২৫৭ জনের। আহত হয়েছিলেন ৭০০-রও বেশি মানুষ। সম্প্রতি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় মেমনের প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দিয়েছেন।
No comments:
Post a Comment