Monday, June 2, 2014

অবিরাম যৌন দৃশ্যে 'শুকোতে' পারে মগজ

অবিরাম যৌন দৃশ্যে 'শুকোতে' পারে মগজ

Sex
এই সময় ডিজিটাল ডেস্ক: অশ্লীল ছবি বা ভিডিওয় অতিরিক্ত আসক্তি জন্মালে কুঁকড়ে যেতে পারে আপনার মস্তিষ্ক! আজ্ঞে হ্যাঁ, সম্প্রতি এমনই চমকপ্রদ তথ্য আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা।

গবেষকদের দাবি, যাঁরা অধিক মাত্রায় অশ্লীল দৃশ্য উপভোগ করেন, তাঁদের মগজের ধূসর পদার্থ উল্লেখযোগ্য হারে কমতে থাকে। 'দ্য গার্ডিয়ান' পত্রিকা সূত্রে জানা গিয়েছে, পরীক্ষার জন্য গবেষকরা ২১ তেকে ৪৫ বছর বয়সী ৬৪ জন পুরুষকে বেছে নেন। এঁদের সকলেই পর্নোগ্রাফির নেশায় আসক্ত। এই ৬৪ জনকে একই সঙ্গে যৌনতাবহুল এবং সাধারণ ছবি ও ভিডিও দেখতে দেওয়া হয়। এর পর মস্তিষ্কের তাঁদের এমআরআই পরীক্ষা করা হয়। দেখা যায়, নাগাড়ে অশ্লীল দৃশ্য দেখার পর তাঁদের মস্তিষ্কের স্ট্রায়াটামের দক্ষিণ কডেটে থাকা ধূসর পদার্থের মাপ তুলনায় ছোট হয়ে গিয়েছে। এই পরীক্ষা থেকেই গবেষকরা সিদ্ধান্তে পৌঁছেছেন যে অবিরল যৌন দৃশ্য উপভোগ করলে মস্তিষ্কে তার বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে।

তবে বিজ্ঞানীদের এই দাবিতে আমল দিচ্ছেন না পর্নো-প্রেমীরা। উল্টে অন্তর্জালের হাত ধরে রোজই বেড়ে চলেছে দৈনন্দিন জীবনে যৌন ভিডিও ও দৃশ্য দেখার বাতিক।

No comments:

Post a Comment